Barak UpdatesBreaking News
কাজে গতি আনতে শীঘ্রই বদলি হবেন পশু চিকিৎসকরা : অতুল বরা
১১ সেপ্টেম্বর : এমবিবিএস ডাক্তারদের থেকে পশু চিকিতসকদের গুরুত্ব কোনও অংশে কম নয়। অন্য দেশে পশু চিকিতসকের গুরুত্ব অনেক বেশি। বুধবার করিমগঞ্জ পশু চিকিৎসালয়ের নতুন ভবনের উদ্বোধন করে রাজ্যের কৃষি, পশুপালন ও নগরোন্নয়ন মন্ত্রী অতুল বরা এ মন্তব্য করেন। এর পাশাপাশি মন্ত্রী করিমগঞ্জ জেলার পশু চিকিৎসকদের কাজে গতি আনার আহ্বান জানিয়েছেন।
এ দিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব শীঘ্রই রাজ্যে দুধ, শূকর ও ছাগলের মাংস সহ ডিম উৎপাদন মিশন মুডে বৃদ্ধির জন্য কর্মসূচি শুরু করা হবে। তিনি এও বলেন, বরাক উপত্যকায় কম করেও ৫০ জন পশু চিকিৎসক রয়েছেন। সঙ্গে ফিল্ড অ্যাসিস্ট্যান্টরাও আছেন। অনেক দিন ধরে এক জায়গায় কাজ করার জন্য গতি ত্বরান্বিত হচ্ছে না। ফলে খুব শীঘ্রই এঁদের রাজ্যস্তরে বদলি করা হবে।
জেলাশাসক এম এস মণিভন্ননের পৌরোহিত্যে আয়োজিত সভায় পশুপালন বিভাগের সঞ্চালক ড. পুলিন দাস জানান, শীঘ্রই রাজ্যের সব জেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করা হবে। এদিকে, কৃষিমন্ত্রী অতুল বরা বৃহস্পতিবার সকাল ১১টায় শিলচর সার্কিট হাউজ সংলগ্ন জেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।