Barak UpdatesAnalyticsBreaking News
কাছাড় কলেজের ঘটনায় দোষী ব্যক্তির শাস্তি চায় এবিভিপি
২৪ আগস্ট : কাছাড় কলেজের সাম্প্রতিক ঘটনায় দোষী ব্যক্তিকে আইন অনুসারে শাস্তি দেওয়ার দাবি জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এক বিবৃতিতে এবিভিপির পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় যদি কাছাড় কলেজের অধ্যাপকের উপরে শারিরীক আক্রমণ হয়ে থাকে তা অত্যন্ত নিন্দনীয়, এই ঘটনারও অনুসন্ধান করে দোষীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। এছাড়াও কাছাড় কলেজে বা অন্য কোন পরীক্ষা কেন্দ্রে গ্রেড থ্রি পদের আসন্ন পরীক্ষায় এ ধরনের কোনও ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে।
এবিভিপি আরও বলেছে, কাছাড় কলেজে বর্তমান পরীক্ষা ইনচার্জদের অপসারণ ও কমিটি পরিবর্তন করে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি ছাত্র সংগঠন এও বলেছে যে, মঙ্গলবার যে ছাত্র প্রতিবাদ ও আন্দোলন হয়েছে তা এবিভিপি বা এবিভিপির কার্যকর্তারা করেননি। যারা নিজেদের এবিভিপির দায়িত্বশীল কার্যকর্তা মনে করেন, তারা ছাত্রপ্রতিবাদ বা আন্দোলনে যোগ দেননি।
এবিভিপি শিলচর শাখার কার্যালয় সম্পাদক বিশাল নাথের স্বাক্ষরিত বিবৃতিতে এ সংক্রান্ত কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় পরীক্ষা কেন্দ্রের সম্প্রসারণ, বিভিন্ন পয়েন্ট (প্রত্যন্ত অঞ্চল সহ) থেকে গন্তব্য কেন্দ্রে গণপরিবহনের বিশেষ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা সম্পর্কে পূর্বে বিজ্ঞপ্তি ঘোষণা করা ইত্যাদি। এবিভিপি আরও বলেছে, শিলচর রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন পয়েন্টে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করা যেতে পারে, যাতে প্রার্থীরা যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন। ট্রাফিক জ্যাম এড়াতে এই সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়া প্রার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র শহরের এলাকায় ব্যবস্থা করা যেতে পারে।