Barak UpdatesAnalyticsBreaking News
কাছাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯২টি গ্রাম
ওয়ে টু বরাক, ৩১ মে : গত কয়েকদিনের অবিরাম বর্ষণে সমস্ত বড় নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। উপত্যকার বরাক নদী ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। ৩১ মে, রাত ৮-৪২ পর্যন্ত কাছাড় জেলার দৈনিক বন্যা প্রতিবেদন অনুসারে, কাটিগড়া, লক্ষীপুর, উধারবন্দ, শিলচর এবং সোনাই রাজস্ব সার্কলগুলি বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাছাড় জেলার মোট ১৯২টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৭৯টি গ্রাম কাটিগড়া রাজস্ব সার্কলের অধীনে, ৫টি গ্রাম, লক্ষীপুর রাজস্ব সার্কলের অধীনে, ৫৮টি গ্রাম, শিলচর রাজস্ব সার্কলের অধীনে,২৭টি গ্রাম এবং ২৩টি গ্রাম উধারবন্দ রাজস্ব সার্কলের অধীনে রয়েছে।
কাছাড় জেলার বিভিন্ন অংশে খোলা ৮২টি ত্রাণ শিবিরে মোট ১৫৬২৬ জন দুর্গত মানুষ বসবাস করছেন, যার মধ্যে ৫৭৬১ জন পুরুষ, ৬৫৯৯ জন মহিলা এবং ৩২৪৩ জন শিশু৷ ত্রাণ বিতরণ কেন্দ্রগুলিতে মোট ৮৩ জন আশ্রিত রয়েছেন। এছাড়া মোট ১২টি পরিকাঠামো নষ্ট হয়েছে।
শিলচর রাজস্ব চক্রের অধীনে শিলচর পৌর বোর্ডের ১৯টি ওয়ার্ডে মোট জনসংখ্যা ৯৮০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়েছে।