Barak UpdatesBreaking News
কাগজ কল বাঁচানোর দাবিতে ২২ নভেম্বর বরাক বনধBarak bandh on 22 Nov for revival of paper mill
ওই সময়ে তাঁরা রেললাইনে অবরোধ গড়বেন বলেও জানিয়েছেন মানবেন্দ্রবাবু। তিনি বলেন, কিছুদিন আগে মধ্যপ্রদেশের নেপা পেপার মিলের জন্য ৪৬৯ কোটি টাকার রিভাইভাল প্যাকেজ গ্রহণ করা হয়েছে। কিন্তু কাছাড় কাগজ কল ও নগাঁও কাগজ কল নিয়ে সরকার নীরব। তার কথায়, সরকার অসমকে ব্রিটিশ আমলের কলোনির মতো দেখে। ২০১৭ সালে নমা্মি বরাকের সময় মুখ্যমন্ত্রী মিল খোলার কথা দিয়েছিলেন। এক বছরেও এর কিছু হলো না।
মানবেন্দ্রবাবুর কথায়, বকেয়া বেতন মেটানোর জন্য সরকার ৯০ কোটি টাকা মঞ্জুর করলেও অনেকদিন ধরে সেই ফাইল পড়ে রয়েছে রাষ্ট্রপতির টেবিলে। কারও কোনও হেলদোল নেই। এ পর্যন্ত ৩৮ জন অর্থাভাবে ও দুশ্চিন্তায় প্রাণ হারিয়েছেন।
এ দিকে, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বিধানসভায় একটি রিপোর্টের উল্লেখ করে জানান, ৩ হাজার বিঘা জমি ৭৫০ কোটি টাকায় বেঁচে দিতে চলেছে সরকার। অথচ এর বাজারমূল্য রয়েছে অন্তত ২ হাজার কোটি টাকা। এই কথা জেনেও কমিটি উদ্বিগ্ন। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে মুখ্য আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায় সঞ্জীব রায়, বাহারুল ইসলাম বড়ভুইয়া প্রমুখ।
Mr. Chakraborty highlighted the miserable plight of the employees of the mill who are leading their lives in utmost distress. He clarified that at this stage their remains no other democratic option of protest but to convene a bandh. It is in this backdrop that the committee has called for Barak bandh in demand of revival of paper mill on 22 November. The President of the Revival Committee further appealed to all sections of the populace to make this bandh a success.