Barak UpdatesBreaking News

কাগজ কল বাঁচানোর দাবিতে ২২ নভেম্বর বরাক বনধ
Barak bandh on 22 Nov for revival of paper mill

২৩ অক্টোবরঃ আগামী ২২ নভেম্বর বরাক বনধের ডাক দিয়েছে এইচপিসি পেপার মিলস রিভাইভাল অ্যাকশন কমিটি। কাগজ কল বাঁচাতে সেদিন ভোর ৫টা থেকে ১২ ঘণ্টা বনধ পালনের আহ্বান জানান তাঁরা। মুখ্য আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী বলেন,  এইচপিসি-র মিলদুটি খোলার ব্যাপারে প্রতিশ্রুতি আর প্রক্রিয়ার কথা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। কিন্তু রাজ্য বা কেন্দ্র সরকারের সে ব্যাপারে বিন্দুমাত্র আন্তরিকতা নেই, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মুহূর্তে বনধ ডাকা ছাড়া উপায় নেই। তিনি বরাক উপত্যকার স্বার্থে, অসমের স্বার্থে ওইদিনের বনধকে সর্বাত্মক চেহারা দিতে সর্বশ্রেণির জনসাধারণের উদ্দেশে আর্জি জানান।

Rananuj

ওই সময়ে তাঁরা রেললাইনে অবরোধ গড়বেন বলেও জানিয়েছেন মানবেন্দ্রবাবু। তিনি বলেন, কিছুদিন আগে মধ্যপ্রদেশের নেপা পেপার মিলের জন্য ৪৬৯ কোটি টাকার রিভাইভাল প্যাকেজ গ্রহণ করা হয়েছে। কিন্তু কাছাড় কাগজ কল ও নগাঁও কাগজ কল নিয়ে সরকার নীরব। তার কথায়, সরকার অসমকে ব্রিটিশ আমলের কলোনির মতো দেখে। ২০১৭ সালে নমা্মি বরাকের সময় মুখ্যমন্ত্রী মিল খোলার কথা দিয়েছিলেন। এক বছরেও এর কিছু হলো না।

মানবেন্দ্রবাবুর কথায়, বকেয়া বেতন মেটানোর জন্য সরকার ৯০ কোটি টাকা মঞ্জুর করলেও অনেকদিন ধরে সেই  ফাইল পড়ে রয়েছে রাষ্ট্রপতির টেবিলে। কারও কোনও হেলদোল নেই। এ পর্যন্ত ৩৮ জন অর্থাভাবে ও দুশ্চিন্তায় প্রাণ হারিয়েছেন।

এ দিকে, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বিধানসভায় একটি রিপোর্টের উল্লেখ করে জানান, ৩ হাজার বিঘা জমি ৭৫০ কোটি টাকায় বেঁচে দিতে চলেছে সরকার। অথচ এর বাজারমূল্য রয়েছে অন্তত ২ হাজার কোটি টাকা। এই কথা জেনেও কমিটি উদ্বিগ্ন। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে মুখ্য আহ্বায়ক মানবেন্দ্র চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায় সঞ্জীব রায়, বাহারুল ইসলাম বড়ভুইয়া প্রমুখ।

HPC Paper Mills Revival Action Committee has given a call for Barak bandh on 22 November. Manabendra Chakraborty, President of the Revival Committee said that both the central and the state government has made a bouquet of promises to revive the two paper mills of Assam. But since then much water has flowed through Brahmaputra and Barak, but in reality nothing concrete has happened. He said that is has now become clear that the government is not at all sincere in revival of the mills.

Mr. Chakraborty highlighted the miserable plight of the employees of the mill who are leading their lives in utmost distress. He clarified that at this stage their remains no other democratic option of protest but to convene a bandh. It is in this backdrop that the committee has called for Barak bandh in demand of revival of paper mill on 22 November. The President of the Revival Committee further appealed to all sections of the populace to make this bandh a success.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker