India & World UpdatesBreaking News
কর্নাটকে আরও ১৪ বিদ্রোহী বিধায়কের সদস্য পদ খারিজ
২৮ জুলাইঃ সোমবার আস্থাভোটের মুখোমুখি হচ্ছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এর ঠিক ২৪ ঘণ্টা আগে, রবিবার আরও ১৪ বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করে দিলেন স্পিকার কে আর রমেশ কুমার। আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তাঁর এই সিদ্ধান্তে স্বস্তির হাওয়া বইছে বিজেপি শিবিরে। কারণ এখন বিধানসভার সদস্যসংখ্যা কমে দাঁড়াল ২০৮। ফলে ম্যাজিক ফিগার নেমে দাঁড়িয়েছে ১০৫-এ। সেই সংখ্যা এখন বিজেপির কাছে রয়েছে।
স্পিকারের সাম্প্রতিকতম সিদ্ধান্তে সদস্যপদ খারিজ হওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন কংগ্রেসের ১১ জন ও জেডিএসের ৩ জন। এর আগেও, বৃহস্পতিবার, ৩ জন বিধায়কের সদস্যপদ খারিজ করেছিলেন তিনি। এই নিয়ে মোট ১৭ বিধায়কের সদস্যপদ খারিজ হয়ে গেল।
এ দিন স্পিকার বলেন, ‘তাঁরা আর বিধানসৌধে ঢুকতে পারবেন না। উপনির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন না।’’