India & World UpdatesAnalyticsBreaking News

করোনা মোকাবিলায় পরিকাঠামো গড়ে তুলতে তৎপর স্বাস্থ্যবিভাগ

১৪ এপ্রিল : করোনা সংক্রমণ প্রতিরোধে রাতদিন এক করে কাজ করে যাচ্ছে সরকার। উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রাজ্যগুলির সঙ্গে মিলে এসব পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৬০২টি হাসপাতাল প্রস্তুত হয়েছে। এছাড়া ১,০৬,৭১৯টি আইসোলেশন ওয়ার্ড ও ১২,০২৪টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে।

তাছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ভারত সরকারের উপদেষ্টা প্রদানকারী প্রধান বৈজ্ঞানিক কার্যালয় সাধারণ একটি নির্দেশিকাও জারি করছে। https://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করে তা বিস্তারিত জানা যাবে।

পাশাপাশি কোভিড-১৯ বিষয়ে কোনও কিছু জানতে হলে বা মনে প্রশ্ন থাকলে technicalquery.covid19@gov.in বা ncov2019@gov.in এই দুটি  ই-মেলে যোগাযোগ করতে পারবেন যে কেউ। সেসঙ্গে +৯১-১১-২৩৯৭৮০৪৬ বা চার্জ ফ্রি নম্বর ১০৭৫ এ ফোন করা যাবে।  বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের করোনা সংক্রান্ত হেল্পলাইন নম্বরগুলির তালিকাও
https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf
এই দুই লিঙ্কে ক্লিক করে পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker