India & World UpdatesBreaking News
করোনা ছুঁতে পারেনি উত্তর কোরিয়াকে
১৬ এপ্রিলঃ গোটা বিশ্বের ত্রাস হয়ে উঠেছে করোনাভাইরাস। প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে সংক্রমণ। যে সব দেশে এখনও একজনও করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলেনি, এর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। আড়াই কোটির বেশি মানুষের দেশটি বহুদিন ধরে চর্চায় রয়েছে। বিশেষ করে, আমেরিকার মত বড় রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের রাষ্ট্রপ্রধান কিম জং উন বিশ্ববাসীর নজর কেড়ে নেন। কথায় কথায় পরমাণু অস্ত্রের হুমকির জন্যও কারও কাছে ভীতিরও কারণ, কারও কাছে বিদ্রূপের পাত্র। কিন্তু করোনা সংক্রমণের দিক থেকে তাঁর দেশটি এখন সবচেয়ে নিরাপদ।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়া করোনা আক্রমণ শুুরু হতেই অসুস্থ পড়েছিল। কিন্তু দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসে।ব্যাপক হারে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রয়োগের মাধ্যমেই এরা করোনা থেকে অনেকটা রেহাই পেয়ে যায়। অথচ চিনে সংক্রমণের পরই দক্ষিণ কোরিয়াকে নিয়ে চিন্তা বেড়ে গিয়েছিল। এই সময়ে ওই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১0 হাজার ৬১৩। এর মধ্যে ৭ হাজার ৭৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে ২২৯ জনকে প্রাণ হারাতে হয়।
করোনা ছুঁতে পারেনি মধ্য এশিয়ার ছোট্ট দেশ তাজিকিস্তানকেও। চিনের সঙ্গে সীমানা থাকলেও 91 লক্ষ জনসংখ্যার দেশটিতে একজনের দেহেও করোনা সংক্রমণ নেই। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সলোমন দ্বীপপুঞ্জ এবং মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানেও কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি।