Barak UpdatesAnalyticsBreaking News
করোনা কাল কাটিয়ে এ বার হচ্ছে গান্ধীমেলা
ওয়ে টু বরাক, ২২ ডিসেম্বর : দু’ বছর বন্ধ থাকার পর এ বার ফের আয়োজন করা হচ্ছে গান্ধীমেলা ও প্রদর্শনী। ইতিমধ্যেই শিলচর পুরসভা কার্যালয়ে এক সভার মাধ্যমে গঠন করা হয়েছে গান্ধীমেলা ও পরিচালন কমিটি। এই সভায় শহরের নাগরিকরা আমন্ত্রিত ছিলেন। শিলচর পুরসভার এক্সিকিউটিভ অফিসার আশুতোষ ডেকার পৌরোহিত্যে ওই সভায় ৫টি সাব কমিটি গঠন করা হয়েছে। এ বার পুরসভার বোর্ড না থাকায় গান্ধীমেলা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কাছাড়ের জেলাশাসক রোহান কুমার ঝা। কমিটির সম্পাদক মনোনীত করা হয় পুরসভার কার্যনির্বাহী আধিকারিক আশুতোষ ডেকাকে।
প্রতি বছরের মতো এ বারও ৩০ জানুয়ারি শহিদ দিবসেই মেলার উদ্বোধন করা হবে। হরেক রকম সামগ্রী ও খাবার দাবারের স্টল ছাড়াও থাকবে সরকারি ও বেসরকারি সংস্থার একাধিক প্রদর্শনী।