Barak UpdatesAnalyticsBreaking News
করিমগঞ্জ লোকসভা আসনের নির্দল প্রার্থী গোপাল চন্দ্র পালকে ৩ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ
ওয়ে টু বরাক, ৪ জুলাই : করিমগঞ্জ লোকসভা আসনের নির্দল প্রার্থী, শিলচর মেহেরপুর নিবাসী গোপাল চন্দ্র পালকে আগামী ৩ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে বলা হয়েছে। করিমগঞ্জ লোকসভা নির্বাচনের এক্সপেনডিচার মনিটরিং সেলের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক পত্র যোগে জানিয়েছেন, ভারতীয় নির্বাচন কমিশনের নির্বাচনী ব্যয় সংক্রান্ত নির্দেশনায় প্রতি জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার নির্বাচনী ব্যয় এজেন্টকে নির্বাচনী ব্যয় সংক্রান্ত চূড়ান্ত হিসাব পরীক্ষার দিন নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক।
কিন্তু গত ২৮ জুন তারিখে পত্র ইস্যু করা সত্ত্বেও নির্দল প্রার্থী গোপাল চন্দ্র পাল বা তাঁর নির্বাচনী ব্যয় এজেন্ট গত ৩০ জুন তারিখে করিগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চতুর্থ ও চূড়ান্ত পর্যায়ের হিসাব পরীক্ষায় উপস্থিত হননি।
এর পরিপ্রেক্ষিতে নির্দল প্রার্থী গোপাল চন্দ্র পালকে আগামী ৩ দিনের মধ্যে নির্বাচনী ব্যয় সংক্রান্ত হিসাব সহ নিজে অথবা নির্বাচনী ব্যয় এজেন্টকে অবশ্যই উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত জেলা আয়ুক্ত। অন্যথায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।