Barak UpdatesBreaking News

অস্ত্র হিমন্তেরই, বরাকে দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্ত চায় কংগ্রেস
Congress demands high level inquiry into rampant corruption in Barak Valley

১৪ নভেম্বরঃ রাজ্য মন্ত্রিসভার সেকেন্ড-ইন-কমান্ড ড. হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগকেই হাতিয়ার করে তুলছে কংগ্রেস। তাদের অস্ত্রে তাদের ঘায়েল করার সুযোগ হাতছাড়া করছেন না তাঁরা।বৃহস্পতিবার জওহরলাল নেহরুর জন্মদিবস উদযাপনের অনুষ্ঠানে গিয়ে ছয়গাঁওয়ের বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ বলেন, হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ মন্ত্রী নিজের বিভাগের কর্মকর্তাদের বিরদ্ধে এমন অভিযোগ আনাকে হালকাভাবে নেওয়া যায় না। তাঁর দাবি, বিজেপি আমলে বরাক উপত্যকায় যত অর্থমঞ্জুর হয়েছে, এর হিসেব নেওয়া অত্যন্ত জরুরি। কোন খাতে কত টাকা বরাদ্দ ছিল এবং কত টাকা খরচ হয়েছে, ওইসব খরচের কার্যকারীতা ইত্যাদি উচ্চ পর্যায়ের কমিটি দিয়ে তদন্ত করার দাবি তোলেন রেকিবুদ্দিন।

পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) এই সময়ে বরাক উপত্যকা  সফর করছে। রেকিবুদ্দিন ওই কমিটির সদস্য। ব্যস্ত সফরসূচির ফাঁকে এ দিন যান ইন্দিরা ভবনে পণ্ডিত নেহরুর প্রতি শ্রদ্ধা জানাতে। সেখানে তিনি মন্তব্য করেন, পিএসি সদস্য হিসেবে সফরেও তাঁরা হিমন্ত বিশ্বশর্মার বক্তব্যের যথার্থতা খুঁজে পান। বহু জায়গায় দুর্নীতির গন্ধ পেয়েছেন তাঁরা।

নেহরুর জন্মদিন উপলক্ষে এ দিন ইন্দিরা ভবনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker