India & World UpdatesHappeningsBreaking News
বিজেপিতে যোগ দেওয়ার পরই রাজীবকে জেড ক্যাটেগরির নিরাপত্তা
১ ফেব্রুয়ারি : বিজেপিতে যোগদানের দু’দিনের মধ্যেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই তাঁর জন্য এই নিরাপত্তা বরাদ্দ হয়েছে। রবিবার ডুমুরজলায় বিজেপির সভা শেষে ফেরার পথে হাওড়ার বাঁকুড়া সহ বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ হয়।
সূত্রের খবর অনুযায়ী, এরপরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। রবিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতর থেকে তাঁকে ফোন করা হয়। জানানো হয় তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল। এই ব্যবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকবেন একজন কমান্ডান্ট-সহ সিআরপিএফ-এর ২৪ জন জওয়ান। সোমবার সকাল থেকেই এই নিরাপত্তার ঘেরাটোপে চলে এসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিকে, গেরুয়া শিবিরে নাম লেখানোর পর মঙ্গলবার বারুইপুরে প্রথম জনসভা রয়েছে রাজীবের।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগেই তাঁকে জেড প্লাস নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সঙ্গে দেওয়া হয়েছিল বুলেট প্রুফ গাড়িও। শনিবার রাজীবের সঙ্গে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন উত্তরপাড়া ও বালির বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া। তাঁরা ছাড়াও ছিলেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, রাণাঘাট পুরসভার প্রাক্তন প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। অমিত শাহর বাড়িতে বিজেপিতে যোগ দিলেও রবিবারই প্রথমবার গেরুয়া শিবিরের সমবেশে এলেন রাজীব।