Barak UpdatesAnalyticsBreaking News
করিমগঞ্জে পুজোমণ্ডপে বিদ্যুৎ সংযোগের জন্য এক সপ্তাহ আগে আবেদন করতে হবে
ওয়ে টু বরাক, ৬ অক্টোবর : করিমগঞ্জে দুর্গাপূজার জন্য পূজোমণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ নিতে পূজা কমিটিগুলিকে অন্তত এক সপ্তাহ আগে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের করিমগঞ্জ ইলেক্ট্রিক্যাল সাব ডিভিশনের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার করিমগঞ্জের পূজা কমিটিগুলির সচিবদের লেখা এক চিঠিতে পূজা মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য জনগণের সুরক্ষার খাতিরে সব ধরনের নিয়মাবলী ও সুরক্ষা বিধি মেনে চলতে এবং ছুটির দিন ছাড়া পূজার অন্তত এক সপ্তাহ আগে আবেদন করতে আহ্বান জানিয়েছেন।
এতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকার ফিডার ম্যানেজাররা পূজা কমিটিগুলিকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পদ্ধতি সম্পর্কে সহায়তা করবেন। পাশাপাশি পূজা কমিটিগুলিকে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য পূজা কমিটির স্বাক্ষরিত আবেদনপত্র এবং সরকারি অনুমোদিত বিদ্যুতের লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার অথবা সুপারভাইজারের প্রদান করা সঠিক লোডের পরিমাণ উল্লেখ করে টেস্ট রিপোর্ট জমা দিতে হবে।
এতে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার প্রতিটি পূজা কমিটিকে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের নিয়মাবলী ও সুরক্ষা বিধি সম্পর্কে বিস্তারিত বিবরণ সম্বলিত পত্র প্রেরণ করে জনগণের সুরক্ষার খাতিরে তা মেনে চলতে আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে যে কোনও সহায়তার জন্য সুমিত দেব, চলভাষ নম্বর-৮৮৭৬৩৭৪১৯৫ এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।