Barak Updates
করিমগঞ্জে আবাস যোজনার ৪ হাজার ঘরের শিলান্যাস
৬ আগস্ট : রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে করিমগঞ্জ জেলায় মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) অধীনে ৪ হাজার ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলাশাসক এম এস মণিভন্নন উত্তর করিমগঞ্জ ব্লকের সাদারাশি জিপির নয়াগ্রামে চিন্টু দাস ও অসিত রঞ্জন দাসের দুটি আবাস যোজনার ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সারা জেলায় এই কাজের সূচনা করেন। এতে জেলা পরিষদের সিইও অমলেন্দু রায়ও উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জেলাশাসক মণিভন্নন সুবিধাপ্রাপকদের উদ্দেশে বলেন, তারা নিজেদের ঘর সরকারি গাইডলাইন অনুসারে নির্মাণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘরগুলি যথাযথভাবে নির্মাণ করা হচ্ছে কি না তা ঘন ঘন পরিদর্শন করতে বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, জেলায় চলতি বছরের দ্বিতীয় পর্যায়ে আবাস যোজনার জন্য ৫৪২১টি ঘরের নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে।