NE UpdatesAnalytics
কনস্টেবল পদে নিয়োগ, ১৫ জেলায় আজ শুরু এডমিট কার্ড ইস্যু
২০ আগস্ট : আসাম পুলিশে ২৩৯১ ইউবি এবং ৪২৭১ এবি কনস্টেবল পদে নিয়োগের জন্য টেস্ট পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ ব্যাপারে ২০ আগস্ট অর্থাৎ শুক্রবার থেকে প্রার্থীদের এডমিট কার্ড ইস্যু করবে স্টেট লেভেল পুলিশ বোর্ড। রাজ্যের মোট ১৫টি জেলায় নিযুক্তি হবে। এই জেলাগুলির হচ্ছে করিমগঞ্জ, হাইলাকান্দি, কার্বি আংলং, বিশ্বনাথ চারিয়ালি, চিরাং, দরং, ধেমাজি, ধুবড়ি, যোরহাট, মরিগাও, কামরুপ মেট্রো, শিবসাগর, শোণিতপুর এবং ওদালগুড়ি।
ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ার এই বিজ্ঞপ্তি জারি করেছেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এবং ফিজিক্যাল এডুরেন্স টেস্ট অর্থাৎ পিইটি পরীক্ষার জন্য নিজ নিজ এডমিট কার্ড এসএলপিবি-র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তবে আগে পিএসটি ও পিইটি টেস্টে অংশ নেওয়া প্রার্থীদের পুনরায় অংশগ্রহণের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। উল্লেখ্য, কনস্টেবল পদে নিয়োগের জন্য পিএস্টি এবং পিইটি টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল গত ১৫ ফেব্রুয়ারি থেকে। কিন্তু বিধানসভা নির্বাচনের জন্য তা স্থগিত রাখা হয়।