Barak Updates
কংগ্রেসকে বাদ দিয়েই মহাজোট, ইঙ্গিত মমতার
১৭ জানুয়ারিঃ কংগ্রেসকে বাদ দিয়েই মহাজোট তৈরির ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বিজেপি বা কংগ্রেস থেকে আঞ্চলিক দলগুলি বেশি আসনে জিতবে বলেই আজ মন্তব্য করেন তিনি। তাই তিনি মনে করেন, কংগ্রেস নয়, আঞ্চলিক দলগুলিই সরকার গঠনে নিয়ন্ত্রক শক্তি হয়ে দাঁড়াবে।
তৃণমূল নেত্রীর হিসেব, বিজেপি সারা দেশে ১২৫টির বেশি আসন পাবে না। তবে তাঁর ডাকা আগামী শনিবারের ব্রিগেড সমাবেশে কংগ্রেসকেও আমন্ত্রণ করা হয়েছে। মল্লিকার্জুন খাড়্গে উপস্থিত থাকবেন। অনুপস্থিতির তালিকায় বিএসপি নেত্রী মায়াবতী, ওড়িশার বিজু জনতা দলের নবীন পট্টনায়ক এবং তেলঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। ব্রিগেড সমাবেশে ভারতীয় রাজনীতির বহু তারকাকে দেখা যাবে বলে জানিয়েছেন মমতা। তাঁদের মধ্যে আছেন এইচ ডি দেবগৌড়া, এইচ ডি কুমারস্বামী, অরবিন্দ কেজরীওয়াল, অখিলেশ যাদব, চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লা, শরদ পওয়ার এবং তেজস্বী যাদবকে।
English text here