NE UpdatesIndia & World UpdatesBreaking News
এ বার একটি ট্রাকের জরিমানা সাড়ে ৬ লক্ষ
১৫ সেপ্টেম্বর : ২ লক্ষ ৫০০ টাকা জরিমানার পর এ বার একটি পণ্যবাহী ট্রাকের জরিমানা করা হল ৬ লক্ষ ৫০ হাজার ১০০ টাকা। নাগাল্যন্ডের এই ট্রাকটি ২০১৪ সালের জুলাই থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স জমা দেয়নি। নতুন যানবাহন আইন বলবত হওয়ার পর পণ্যবাহী ট্রাকের যেভাবে চালান কাটা হচ্ছে, তাতে গোটা দেশজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী ওড়িশার চম্বলপুরে একটি ট্রাকের ৬ লক্ষ ৫০ হাজার ১০০ টাকার বড়সড় অঙ্কের চালান কাটা হয়েছে। এই ট্রাকটির মালিক বৃহৎ অঙ্কের ট্যাক্স জমা না দেওয়ার পাশাপাশি পারমিট, প্রদূষণ প্রমাণপত্র এবং ইনস্যুরেন্সের টাকাও জমা দেননি। ট্রাকটির মালিক শৈলেশ শংকরলাল গুপ্তা নাগাল্যান্ডের বাসিন্দা বলে জানা গেছে। এর লাগে দিল্লিতে একটি ট্রাকের ২ লক্ষ ৫০০ টাকা জরিমানা ধরে চালান কাটা হয়েছিল। প্রসঙ্গত, যানবাহনের নতুন আইন অনুযায়ী ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে জরিমানা প্রায় দশগুণ বৃদ্ধি করা হয়েছে।