SportsBreaking News
এশিয়ান গেমসে আরেক সোনা ভারতেরIndia wins another gold in Asian Games
এশিয়ান গেমসের তৃতীয় দিনে ভারতীয় দলে প্রধান তারকা ছিলেন রাহি সারনোবাট। দশ মিটার পিস্তল ছোঁড়া বিভাগে তিনি আজ সোনা জেতেন। এ ছাড়া, উস্যু প্রতিযোগিতায় চারটি ব্রোঞ্জ ছিনিয়ে এনেছে ভারত। সন্তোষ কুমার (৫৬ কেজি), সূর্য ভানু প্রতাপ সিং (৬০ কেজি) ও নরেন্দ্র গ্রেওয়াল (৬৫ কেজি) নিজেদের খেলায় সেমি-ফাইনালে পরাস্ত হন। সবাই ব্রোঞ্জের অধিকারী হন। চতুর্থ ব্রোঞ্জটি মেলে নাওরেম রসিবীণা দেবীর। তিনি ৬০ কেজি উস্যু গ্রুপে বেশ লড়াই করেনও সেমি ফাইনাল জিততে পারেননি। চার দিনে ভারত সর্বমোট ১৫টি পদকের অধিকারী হয়। ৪টি সোনা, ৩টি রূপো ও ৮টি ব্রোঞ্জ।
অন্যদিকে ব্যাডমিন্টনে স্বাভাবিক ডাবলস জুট ভেঙে দুটি পৃথক ডাবলস টিম করাটা ঠিক হয়নি। দুই-দুটি ডাবলস দলের পদক না পাওয়ার পর এমনই মন্তব্য করছেন প্রাক্তন শাটলাররা। উদয় পাওয়ার বলেন, আরেকটা ভুল হলো, পিভি সিন্ধুর সিঙ্গল খেলেই ডাবলস খেলতে নেমে পড়া। নাম লেখানোর সময় তা না ভাবলে খেলা এমনই হবে, তা বলার অপেক্ষা রাখে না। বললেন সঞ্জয় শর্মা। তাঁর কথায়, ইন্দোনেশিয়ায় দল পাঠানোর আগে বিষয়গুলি নিয়ে ভাবা উচিত ছিল। পোনাপ্পা সব সময় খেলে সিকি রেড্ডিকে সঙ্গে নিয়ে। অথচ এশিয়াডে তাঁকে খেলানো হয় সিধুর সঙ্গে। রেড্ডি পরে আরতি সুনীলের সঙ্গে জোট বাঁধে। ফলে দুটি ডাবলস জুটিকেই হারতে হলো।
তবে হকিতে আজ ২৬-০ গোলে চীনকে পরাস্ত করে ভারতীয়রা। টেনিসে অঙ্কিতা রায়নার পদক একেবারে নিশ্চিত। সেমিতে উঠে গিয়ে পদক নিশ্চিত করেছেন তিনি। বেড মিন্টনে রোহন বোপান্না এবং ডি সারণও আজ মিক্সড ডাবলসের সেমিতে উঠেছেন। তাঁদের পদকজয়ও শুধু সময়ের অপেক্ষা। কিন্তু জিমন্যাস্টিকসে দীপা কর্মকার আচমকা চোট পাওয়ায় সাত নম্বরে তাঁকে সন্তষ্ট থাকতে হয়। প্রথম হয় চিন। উত্তর কোরিয়া ও জাপান ক্রমে দ্বিতীয় ও তৃতীয়। ভলিবলেও কাতারের কাছে ভারত ০-৩ গোলে হেরে যায়।