Barak UpdatesAnalyticsBreaking News
এফআরএসসি ফেলো’র সম্মানে ভূষিত অধ্যাপক সিআর ভট্টাচার্য
ওয়ে টু বরাক, ২৫ সেপ্টেম্বর : রয়েল সোসাইটি অব কেমিস্ট্রির মর্যাদাপূর্ণ ফেলো সম্মানে ভূষিত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বরিষ্ঠ অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য। রসায়ন বিজ্ঞানে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে উচ্চপদে আসীন থেকে সংশ্লিষ্ট বিষয়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে গতকালই এই মর্যাদাপূর্ণ সম্মান প্রদান করেছে যুক্তরাষ্ট্রের রয়েল সোসাইটি অব কেমিস্ট্রি। রয়েল সোসাইটি অব কেমিস্ট্রির ফেলোদের রসায়ন বিজ্ঞানে অমূল্য অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজে যথেষ্ট প্রভাব রয়েছে।
প্রসঙ্গত, ড. চিররঞ্জন ভট্টাচার্য ১৯৯৭ সালে আসাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যোগ দেন। ইতিমধ্যে তাঁর তত্ত্বাবধানে ২১ জন গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন এবং ৮ জন এমফিল ডিগ্রি পেয়েছেন। তাঁর লেখা শতাধিক গবেষ্ণামূলক প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্যের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আদায়ে খুশির হাওয়া বইছে বিশ্ববিদ্যালয়ে। তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ সহ তাঁর সহকর্মীরা। আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রিসার্চ স্টাডিজ- ও। এছাড়াও তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী তেজপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মিহিরকান্তি চৌধুরীও।