India & World UpdatesAnalyticsBreaking News
এক নজরে ৩০ জন পূর্ণমন্ত্রী কোন কোন দফতর পেলেন
নতুনদিল্লি, ১০ জুন : রবিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়া আরও ৭১ জন মন্ত্রী এদিন শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন ৩০ জন পূর্ণ মন্ত্রী। সোমবার মন্ত্রীদের দপ্তর বন্টন হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক ৩০ জন পূর্ণমন্ত্রী কী কী দপ্তর পেয়েছেন —-
১) প্রতিরক্ষা মন্ত্রী : রাজনাথ সিং।
২) স্বরাষ্ট্রমন্ত্রী : অমিত শাহ।
৩) কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রী : নীতীন গডকড়ি।
৪) স্বাস্থ্য, কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী
: জেপি নড্ডা।
৫) অর্থমন্ত্রী : নির্মলা সীতারামন।
৬) বিদেশমন্ত্রী : এস জয়শংকর।
৭) কৃষিমন্ত্রী : শিবরাজ সিং চৌহান।
৮) গ্রামোন্নয়ন মন্ত্রী : শিবরাজ সিং চৌহান।
৯) শক্তিমন্ত্রী : মনোহরলাল খট্টর।
১০)ভারী শিল্প ও স্টিল দফতরের মন্ত্রী : এইচডি কুমারস্বামী
১১) বাণিজ্য ও শিল্পমন্ত্রী : পীযুষ গোয়েল
১২) শিক্ষামন্ত্রী : ধর্মেন্দ্র প্রধান
১৩) ক্ষুদ্র, মাঝারি শিল্প দফতরের মন্ত্রী : জিতন রাম মাঝি
১৪) পঞ্চায়েতি রাজ, মৎস্য ও পশুপালন ও ডেয়ারি মন্ত্রী : রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং
১৫) বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী : সর্বানন্দ সোনোয়াল
১৬) সামাজিক ন্যায় দফতরের মন্ত্রী : ডঃ বীরেন্দ্র কুমার
১৭) অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী : শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু
১৮) ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টন : প্রহ্লাদ যোশী
১৯) আদিবাসী কল্যাণ মন্ত্রী : জুয়াল ওরাম
২০) বস্ত্র মন্ত্রী : গিরিরাজ সিং
২১) রেলমন্ত্রী : অশ্বিনী বৈষ্ণো ( তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি)
২২) যোগাযোগ ও উত্তর পূর্বের উন্নয়ন দফতরের মন্ত্রী : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
২৩) সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী : গিরিরাজ সিং সাখেওয়াত
২৪) নারী ও শিশু কল্যাণ মন্ত্রী : শ্রীমতি অন্নপূর্ণ দেবী
২৫) সংসদ বিষয়ক ও সংখ্য়ালঘু বিষয়ক মন্ত্রী : কিরেন রিজিজু
২৬) পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দফতরের মন্ত্রী : হরদীপ সিং পুরী
২৭) শ্রম, কর্মসংস্থান ও যুব কল্যাণ ও ক্রীড়া : ডঃ মনসুখ মান্ডব্য
২৮) খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী : চিরাগ পাসোয়ান
২৯) কয়লা ও খনি দফতরের মন্ত্রী : জি কিষান রেড্ডি
৩০) জলশক্তি দফতরের মন্ত্রী : সিআর পাতিল