Barak UpdatesCultureBreaking News

একদিনের গানমেলা করেও ধারাবাহিকতা ধরে রাখল সমকাল-স্বরলিপি

১ জানুয়ারি: ইংরেজি নববর্ষের নামে অপসংস্কৃতি আমদানি ঠেকাতে ১০ বছর আগে গানমেলার আয়োজন করে শিলচরের দুই সাংস্কৃতিক সংগঠন সমকাল ও স্বরলিপি৷ প্রথম থেকেই তিনদিনের অনুষ্ঠানের আয়োজন৷ গত ৯ বছরই আয়োজকরা বুঝছিলেন, তিনদিনের একটা গানের অনুষ্ঠান চালানো কত কঠিন! এ বার তাঁরা দেখলেন, একদিনে আগ্রহী শিল্পীদের সবাইকে জায়গা দেওয়া আরও বেশি চ্যালেঞ্জিং৷ আয়োজকরা অবশ্য সময় বাঁচাতে এ বারও দুটি মঞ্চে অনুষ্ঠান চালান৷ এক মঞ্চে অনুষ্ঠান চলার সময়েই আরেকটিতে পরবর্তী শিল্পীরা তৈরি থাকছেন৷ শেষমুহূর্ত পর্যন্ত অভূতপূর্ব সাড়া মেলে৷ একশোর বেশি শিল্পী দুই মঞ্চে নানা ধরনের সঙ্গীত পরিবেশন করেন৷ সঙ্গে যন্ত্রশিল্পীরা৷ সবশেষে বিক্রমজিৎ বাউলিয়া ও রাজশ্রী চক্রবর্তীর বাউল গানে সবাই নতুন খ্রিস্টীয় বছরকে স্বাগত জানানোর আনন্দে মেতে ওঠেন৷

করোনা আবহে একদিকে যেমন তিনদিনের মেলা একদিনে শেষ করতে হয়, রাত ১২টার আনন্দ ১০টার আগে সেরে নিতে হয়, তেমনি হয় স্থানবদলও৷ ডিএসএর সামনে খোলা মাঠের বদলে এ বার গানমেলা হয় ডিএসএর শেষপ্রান্তে বিবাহভবনে৷

উদ্বোধন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মৈত্রেয়ী দাম৷ ছিলেন সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, বাবুল হোড়, বিজেন্দ্রপ্রসাদ সি়ংহ, এসবি দত্ত, অরুন্ধতি দত্তরায় ও গোরা চক্রবর্তী৷ শুরুতে এমন অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন অরিন্দম ভট্টাচার্য৷ মৈত্রেয়ী দাম বলেন, বাংলা গানের ভাণ্ডার এত সমৃদ্ধ যে, একে সামনে আনা গেলে অপসংস্কৃতি এমনি বিতাড়িত হবে৷

প্রবীণ শিল্পী সৌরীন্দ্রকুমার ভট্টাচার্যের কথায়, গানের কোনও ভাষা হয় না৷ যে কোনও ভাষায় গান শুনলে হৃদয়স্পর্শ করে৷ তবে যে ভাষাতেই হোক না কেন, গানটা গাইতে হবে শুদ্ধ সুরে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker