NE UpdatesAnalyticsBreaking News
উমিয়াম লেকের জল ছাড়বে মেঘালয় সরকার, চিঠি আসামকে
ওয়ে টু বরাক প্রতিবেদন, ১৮ জুন ঃ রাজ্যের বিভিন্ন নদীতে যখন তীব্র জলস্ফীতি দেখা দিয়েছে, ঠিক সে সময় নতুন করে আরও এক আতঙ্ক তাড়া করছে জনগণকে। মেঘালয় সরকার সতর্কবার্তা জারি করেছে। কামরূপ, কামরূপ গ্রামীণ এলাকার ছয়গাও, রামপুর, নহিরা, জিয়াকুর, কুকুরমারা, বকো ইত্যাদি এলাকায় বিশেষভাবে সতর্কবার্তা জারি করেছে মেঘালয় সরকার। টানা বর্ষণে রাজ্যে প্রলয়ঙ্করী বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় সারা রাজ্যই এখন বন্যার কবলে।
মেঘালয়ের বরাপাণিতে থাকা উমিয়াম লেকের জলস্তর বৃদ্ধি পাওয়ায় মেঘালয় সরকার এখন জল ছাড়তে বাধ্য হবে বলে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে। মেঘালয়ের রিভয় জেলার জেলাশাসক কামরূপ মেট্রো ও কামরূপ গ্রামীণ জেলার জেলাশাসকদের এ ব্যাপারে চিঠি দিয়েছেন। এতে উমিয়াম নদী ও বাঁধের ডাউনস্ট্রিমে থাকা এলাকায় সম্ভাব্য বন্যার কথা বলা হয়েছে।
ওই চিঠিতে তিনি শিলঙ হাইড্রো প্ল্যানিং ও হাইড্রো কন্সট্রাকশনের চিফ ইঞ্জিনিয়ারের প্রসঙ্গ উত্থাপন করে বলেছেন, উমিয়াম বাঁধ থেকে জল ছাড়ার ব্যাপারে সবাইকে সূচিত করতে হবে। এর প্রেক্ষিতেই মেঘালয় সরকার এই সতর্কবার্তা জারি করেছে।