NE UpdatesAnalyticsBreaking News

উপ নির্বাচনে টিকিট প্রত্যাশীদের আবেদন করতে বলল কংগ্রেস

২০ সেপ্টেম্বর : আসন্ন বিধানসভার উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক দলীয় প্রত্যাশীদের আবেদন জমা দিতে বলল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। রবিবারই এ মর্মে বিবৃতি জারি হয়েছে। এতে বলা হয়েছে, আসাম বিধানসভার ৬টি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনগুলো হচ্ছে গোসাইপুর, ভবানীপুর, তামুলপুর, মরিয়নি, মাজুলি ও থাওরা। এই আসনগুলোর জন্য কংগ্রেস টিকিট প্রত্যাশীদের আবেদন করতে বলা হয়েছে। এর পাশাপাশি বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বার দলীয় টিকিটের জন্য আবেদনপত্রের সঙ্গে কোনও ফি বা মাশুল দিতে হবে না।

Rananuj

প্রসঙ্গত, উপ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর তৎপরতা শুরু হয়েছে। এ বছরের শেষে এই কেন্দ্রগুলোতে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী কংগ্রেস ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker