Barak UpdatesAnalyticsBreaking News
উনিশ শ্রদ্ধায় বুধবার শিলচরে ছাত্রদের উদ্যোগে পদযাত্রা
ওয়ে টু বরাক, ১৩ মে : উনিশের শহিদদের শ্রদ্ধা জানাতে শিলচরের বিভিন্ন কলেজের ছাত্র সংসদের নেতৃত্বে ১৫ মে অর্থাৎ বুধবার শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রায় বিভিন্ন ক্লাব, এনজিও তথা স্কুল, কলেজ কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়, পদযাত্রা শুরু হবে বিকেল ৩টায়। এতে প্রচুর লোকসমাগম হবে বলে আশাবাদী আয়োজকরা। তারা বলেন, এই পদযাত্রায় যোগদানের মাধ্যমে ছাত্রদের ভাষার প্রতি দায়বদ্ধতা ফুটে উঠবে। ছাত্র সমাজের পদক্ষেপে এই প্রথম শিলচরের বুকে উনিশের প্রেক্ষাপট নিয়ে এতো বড় পদযাত্রা হতে চলেছে।
ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রার মাধ্যমে তারা অসমের বিভিন্ন ভাষা গোষ্ঠীর লোকের মাতৃভাষাকে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছেন। সব ভাষা সুরক্ষিত হোক, বলিষ্ঠ হোক, সেটাই তাদের প্রয়াস থাকবে বলে উল্লেখ করা হয়।
কেন্দ্র সরকারের নিউ এডুকেশন পলিসির কথা উল্লেখ করে ছাত্ররা আরও বলেছে, তারা এই নতুন শিক্ষানীতিকে সাধুবাদ জানাচ্ছেন। এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্র সরকার ভারতের সকল ভাষা – গোষ্ঠীর নিজস্ব ভাষাকে রক্ষা করার এবং আরও উন্নতভাবে চর্চা করার জায়গা প্রস্তুত করে দিয়েছে।
প্রসঙ্গত, এই পদযাত্রা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে। আয়োজকদের মধ্যে রয়েছেন রোহিত চন্দ, তুষার ঘোষ, হিরন্ময় মজুমদার, সুভাষ চৌধুরী, স্নেহাংশু শেখর ভট্টাচার্য ও দীপ নাথ।