Barak UpdatesAnalyticsBreaking News
উনিশে মে-তে ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠা দিবসে রক্তদান সহ গুচ্ছ কর্মসূচি শিলচরে
১২১তম রক্তদান করবেন আন্তর্জাতিক প্যারা ক্রীড়া চ্যাম্পিয়ন প্রকাশ এম নাদার
ওয়ে টু বরাক, ১৮ মে ঃ ঊনিশে মে-তে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রতিষ্ঠা দিবস পালন করবে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এ বার ফোরামের অনুষ্ঠানে রক্তদান করবেন মুম্বই থেকে আসা আন্তর্জাতিক প্যারা-ক্রীড়া চ্যাম্পিয়ন তথা সমাজকর্মী প্রকাশ এম নাদার। ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে তিনি ১২১তম রক্তদান করবেন। ৪৭ বছর বয়সি নাদার বিশ্বের প্রথম বিশেষভাবে সক্ষম ব্যক্তি, যিনি দেশের ২৬টি রাজ্য ভ্রমণ করে ১২০ বার রক্তদান করেছেন। দেড় লক্ষ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে তিনি রক্তদান করার পাশাপাশি রক্তদান বিষয়ে সচেতনতাও জাগ্রত করেছেন।
ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ জানান, উনিশে মে-তে শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ ভবনে পুরো দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় পতাকা উত্তোলনের পর অস্থায়ী শহিদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। সাড়ে ১০টা থেকে শুরু হবে উপত্যকা ভিত্তিক স্বেচ্ছা রক্তদান শিবির। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ, আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় স্মরণিকা উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
তিনি আরও জানান, ফোরামের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন ফেডারেশন অব ব্লাড ডোনার অর্গানাইজেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল অপূর্ব ঘোষ, কাছাড় ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর পদ্মশ্রী রবি কান্নান, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ প্রমুখ। সুজয় জানান, বুধবার শিলচর পাবলিক স্কুল রোডে ফোরামের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আশু পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠা দিবস পালনের ব্যাপারে এই কার্যসূচি গৃহীত হয়েছে। এতে কেন্দ্রীয় সহ সভাপতি জয় বরদিয়া, কেন্দ্রীয় সম্পাদক করুণাময় পাল সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।