Barak UpdatesAnalyticsCultureBreaking News
উদ্যোগের বিজয়া সম্মেলনে অশুভ শক্তিকে পরাভূত করার ডাক দীপায়নের
ওয়ে টু বরাক, ৩০ অক্টোবর : গত ৭০ বছরে কংগ্রেস যা পারেনি, মাত্র কয়েক বছরে তা করে দেখিয়েছে বর্তমান বিজেপি সরকার। সারা দেশের সঙ্গে শিলচরের উন্নয়নেও জোয়ার এসেছে। কিন্তু তারপরও অশুভ শক্তি কাজে বাগড়া দিচ্ছে। ভাল কাজেরও অপপ্রচার করে যাচ্ছে। উদ্যোগ সামাজিক সংস্থার বিজয়া সম্মেলনে এসে এভাবেই রাজনৈতিক ভাষণ দিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
অবশ্য মঞ্চে যারা আসীন ছিলেন বা বক্তব্য রেখেছেন, তাঁদের অধিকাংশই বিজেপি নেতা। এঁদের মধ্যে ছিলেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, রাজ্য কমিটির কর্মকর্তা কণাদ পুরকায়স্থ, অমিয়কান্তি দাশ, বীরেশ ব্যানার্জি, বিধায়ক পত্নী রুমলি ভট্টাচার্য, নীহার রঞ্জন দাস প্রমুখ। উদ্যোগ সামাজিক সংস্থার সভাপতিও প্রাক্তন বিজেপি পুর কমিশনার গোপাল কান্তি রায়। দীপায়ন এ দিন বলেছেন, পুজোর আগে শিলচরের রাস্তায় যে কাজ হয়েছে, তা নিয়েও কিছু লোক সমালোচনা করতে ছাড়েননি। সামাজিক মাধ্যমে নানাভাবে অপপ্রচার চালানো হয়েছে। তিনি অশুভ শক্তিকে পরাভূত করার ডাক দিয়েছেন।
বিধায়ক বলেন, শিলচর শহরের উন্নয়নে বর্তমান সরকার জোরদার প্রয়াস চালিয়ে যাচ্ছে। শহরের নিকাশী ব্যবস্থা, উচ্ছেদ, তারাপুর শিববাড়ি রোডে উড়াল সেতু নির্মাণ, রাঙ্গিরখালের গার্ডওয়াল, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত উড়ালসেতু নির্মাণের প্রসঙ্গ ইত্যাদি একাধিক বিষয় এ দিন উঠে এসেছে দীপায়নের ভাষণে। তিনি বলেছেন, আগামী মার্চ মাসের মধ্যে রাঙ্গিরখালের ৩ কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। এর পরই বাকি ১০ কিলোমিটারের জন্য অর্থমঞ্জুর হবে।
এ দিন এই বিজয়া সম্মেলনে স্থানীয় বেশ কয়েকজন শিল্পী অংশ নেন। কচিকাঁচারাও নৃত্যের ডালি নিয়ে মঞ্চে হাজির হয়। উদ্যোগের পক্ষ থেকে সমাজকর্মী বিশ্বজিত পাল, ক্রীড়াবিদ রাজীব দাস পুরকায়স্থ, চিত্রশিল্পী অরুণ কুমার পাল, কবি-সাহিত্যিক মানস ভট্টাচার্য ও কারুশিল্পী শান্তনু সূত্রধরকে সংবর্ধনা জানানো হয়।