NE UpdatesBarak UpdatesBreaking News
উত্তর পূর্বে ১৭২৮ কোটি ব্যয়ে ৬৫২টি প্রকল্পের কাজ সম্পূর্ণ, রাজ্যসভায় ডোনার মন্ত্রী
২৮ নভেম্বর : চলতি অর্থ বছরে উত্তরপূর্বে ১৭২৮ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে মোট ৬৫২টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। ডোনার মন্ত্রক ২০১৯-২০ অর্থ বছরে উত্তর পূর্বের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ বাজেটের মোট ৫৭.৬০ শতাংশ কাজ শেষ করেছে। ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিং বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
তিনি আরও জানান, ২০১৯-২০ অর্থ বছরে উত্তর পূর্বের বিকাশের জন্য মোট ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এর মধ্যে ২১ নভেম্বর পর্যন্ত ১৭২৮.০৪ কোটি টাকার কাজ সম্পূর্ণ হয়েছে। এই অর্থে মোট ৬৫৭টি প্রকল্পের মধ্যে ৬৫২টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। তিনি এও বলেন, ডোনার মন্ত্রকের অধীনে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য অনলাইন ই-পোর্টাল তথা প্রকল্প ব্যবস্থাপনা সেবার মাধ্যমে বিস্তারিত জানার সুবিধা রয়েছে।
তাসত্ত্বেও উত্তর পূর্বের প্রতিটি রাজ্যের প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার জন্য ডোনার মন্ত্রক যুগ্ম সচিবের সমপর্যায়ে মুখ্য নোডাল আধিকারিক এবং সঞ্চালক পদের সমপর্যায়ে নোডাল আধিকারিক নিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, ডোনার মন্ত্রক উত্তর পূর্বের বিকাশের জন্য হাতে নেওয়া প্রকল্পগুলোর ধারাবাহিক পর্যালোচনা করার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্বের রাজ্যগুলোর জন্য প্রনয়ণ করা নীতির ভিত্তিতে বিজেপি সরকার উত্তর পূর্বের সর্বাঙ্গীণ বিকাশে বদ্ধপরিকর বলে তিনি রাজ্যসভায় উল্লেখ করেন।