NE UpdatesBarak UpdatesBreaking News

উত্তরপূর্বের ৩৭৭টি স্টেশনে দিব্যাঙ্গ বান্ধব শৌচালয়

৩ আগস্ট : দিব্যাঙ্গ যাত্রীদের সুবিধা প্রদানে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে থাকা সবগুলি স্টেশনে ৩৭৭টি দিব্যাঙ্গ বান্ধব শৌচালয় নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের নির্দেশে দেশের সব স্টেশনেই দিব্যাঙ্গ বান্ধব শৌচালয়ের বন্দোবস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের ২০ জুন রেলের সব জোনকে একটি চিঠি পাঠিয়ে ছিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। সেই চিঠিতে হল্ট স্টেশনগুলির বাইরে সব স্টেশনেই দিব্যাঙ্গ বান্ধব শৌচালয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল।

স্টেশনে গিয়ে দিব্যাঙ্গ যাত্রীদের যে অসুবিধা ও সমস্যার মুখোমুখি হতে হয় তা নিরসনে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, দিব্যাঙ্গ যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রেল। এরমধ্যে রয়েছে এন্ট্রি র‍্যাম্প, পার্কিংয়ের জন্য জায়গা, স্ট্যান্ডার্ড সিগনেজ, অনলাইনের মাধ্যমে হুইল চেয়ার বুকিং ইত্যাদি। এ দিকে দিব্যাঙ্গ শৌচালয়ে ন্যূনতম ওয়ান ইন টুয়েলভ যথাযথ স্লোপ সহ প্রবেশ ও বের হওয়ার সুবিধা রয়েছে। এই শৌচালয়গুলোতে এমন সব র‍্যাম্প, পথ বা মেঝে তৈরি করা হয়েছে যেগুলি মোটেই পিচ্ছিল নয়। দিব্যাঙ্গ যাত্রীরা যাতে সহজেই ব্যবহার করতে পারেন সেজন্য ওয়াশ মেশিনের কাছে ৭৮০ মিলিমিটার উচ্চতায় লম্বা করে ধরা যায় এমন হাতল সহ হাত ধোয়ার বেসিন বসানো হয়েছে। এছাড়া কম উচ্চতা সম্পন্ন আসন, হুইল চেয়ার আসা যাওয়ার জন্য চওড়া দরজা, বড় বড় অক্ষরে লেখা সাইনবোর্ড ইত্যাদিও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker