Barak UpdatesAnalyticsBreaking News
ঈদগাহে নয় বাড়িতেই হোক ঈদের নামাজ, করিমগঞ্জে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত
২৩ মে : ঈদের নামাজ আদায় করতে গিয়ে করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষ পদক্ষেপ নিল করিমগঞ্জ প্রশাসন। শুক্রবার প্রশাসনের আহ্বান করা এক সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঈদগাহে ঈদের নামাজ আদায় না করে বাড়ি বা অন্য কোনও পবিত্র স্থানে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে আদায় করতে হবে। করিমগঞ্জের জেলাশাসকের কনফারেন্স হলে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার (ডিডিসি) রঞ্জিত কুমার লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ছোট ছোট জমায়েতে ঈদের নামাজ আদায়ের পক্ষে রায় দেন আমন্ত্রিত বিভিন্ন দলের নেতা ও বিশিষ্টজনেরা। তবে ছোট ছোট জমায়েতগুলিতেও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করার কথা বলা হয়।
এ দিন বৈঠকে বর্তমান সময়ে বিশ্বে ত্রাস সৃষ্টিকারী কোভিড-১৯ মারণ ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষণা করা বিধিনিষেধ মেনে ঈদ উত্সব পালন করার ওপর গুরুত্ব আরোপ করেছেন সবাই। ঈদের কেনাকাটায় হাটবাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতেও জেলাবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা। তাছাড়া মারণ ভাইরাস প্রতিরোধে সরকারি গাইডলাইন মেনে চলতে জেলাবাসীর প্রতি কড়া বার্তা দেন ডিডিসি রঞ্জিত কুমার লস্কর। সেইসঙ্গে জেলার ইসলাম ধর্মাবলম্বীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র ঈদ উত্সব সবার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।
এ দিন সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমদ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমদ খান, হবিবুর রহমান চৌধুরী, জেলা বিজেপির পক্ষে কৃষ্ণ দাস, জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, এআইইউডিএফ জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার, মওলানা আসাব উদ্দিন, দেওয়ান আব্দুল হেকিম প্রমুখ।