NE UpdatesAnalyticsBreaking News
ইভিএম টেম্পারিং না হলে একুশে হবে কংগ্রেসের সরকার : রিপুন বরা
৬ অক্টোবর : রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস ২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি কেন্দ্রে জোর তৎপরতা শুরু করেছে। ‘২১-এর নির্বাচনে রাজ্যে কংগ্রেসেরই সরকার হবে বলে প্রায়ই দাবি করে থাকা প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা ফের তুললেন ইভিএম টেম্পারিঙের প্রসঙ্গ। ঢেকিয়াজুলিতে কংগ্রেসের এক বিশাল নির্বাচনী সভায় অংশ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্য, যদি এ বার ইভিএম টেম্পারিং না হয়, তাহলে রাজ্যে কংগ্রেসেরই সরকার হবে। রিপুন বরা বলেন, বিজেপির নেতা-মন্ত্রী কি ভগবান না কি যে তাঁরা নির্বাচনের আগেই ১০০ আসন পাবেন বলে ঘোষণা করতে পারেন ! এ থেকেই বোঝা যায়, ইভিএম টেম্পারিঙের আশঙ্কা রয়েছে।
এ দিকে, পরাজয়ের আশঙ্কায় একুশের নির্বাচনে গহপুর ছেড়ে অন্য সুরক্ষিত কেন্দ্র বেছে নেওয়ার প্রসঙ্গে রিপুন বলেন, বরছলা কেন্দ্র সহ কয়েকটি কেন্দ্রে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় কর্মীরাই ঠিক করে দিচ্ছেন। অন্যদিকে, বিজেপিকে পরাজিত করতে এআইইউডিএফ সহ সব আঞ্চলিক দলের জন্য কংগ্রেসের দুয়ার শেষ মুহূর্ত পর্যন্ত খোলা থাকবে বলে মন্তব্য করেন রিপুন বরা। উল্লেখ্য, ঢেকিয়াজুলির রাজীব ভবনে ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সভায় বিশিষ্ট ব্যবসায়ী বেণুধর নাথ সহ ৫ শতাধিক বিভিন্ন দলের লোক রিপুন বরার উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেন।