India & World Updates
ইতালি থেকে টুইট করে নতুন বছরের শুভেচ্ছা রাহুল গান্ধীর
১ জানুয়ারি : কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শুক্রবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন। স্মরণ করলেন তাদের, যাদের আমরা হারিয়েছি ও যারা আমাদের রক্ষা করছেন ও আমাদের জন্য নিজেদের উত্সর্গ করেছেন। বিদেশে সফররত রাহুল তাঁর বার্তা টুইট করেন। ‘আমার হৃদয় কৃষক ও শ্রমিকদের সঙ্গে, যারা অনায্য শক্তির সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে লড়াই করছেন।’ রাহুল লিখেছেন টুইটে। তিনি আরও একবার সমর্থন জানিয়েছেন, হাজারো কৃষককে, যারা এক মাসেরও বেশি সময় ধরে নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
গত রবিবার কয়েক দিনের জন্য ব্যক্তিগত সফরে বিদেশে যান কংগ্রেস নেতা। তাঁর এই সফরের কথা জানিয়েছিলেন কংগ্রেসের মুখপাত্র। তবে তিনি গন্তব্যের নাম জানাননি। যদিএ দলের নেতাদের সূত্রে জানা গেছে, রাহুল ইতালির মিলানে গেছেন তাঁর দিদিমার সঙ্গে দেখা করতে। গত সোমবার কংগ্রেসের ১৩৬তম প্রতিষ্ঠা দিবসের এক দিন আগে তিনি বিদেশে গেছেন।
উল্লেখ্য, পাঞ্জাব, হরিয়ানা ও অন্যান্য রাজ্যের কৃষকরা দিল্লির সীমান্তে শিবির করে রয়েছেন। তাঁদের দাবি, কৃষি আইন প্রত্যাহার করা। কারণ তাদের আশঙ্কা ন্যূনতম সহায়ক মূল্যের পদ্ধতি উঠে যাবে ও তাঁদের বড় কর্পোরেটদের দয়ায় বাঁচতে হবে। সরকার ও নেতাদের বেশ কয়েক রাউন্ডের বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রীও একাধিকবার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাঁদের সরানো যায়নি। সাম্প্রতিক অতীতে এই ইস্যুতে রাহুল একাধিকবার সরকারের সমালোচনা করেছেন। ২৪ ডিসেম্বর তিনি দলীয় নেতাদের নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন ও কৃষকদের দাবি নিয়ে আলোচনা করেছেন।