Barak UpdatesBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব পালিত
২৯ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয়ে পারফরমিং আর্টস বিভাগের আয়োজনে উদযাপিত হল বসন্ত উৎসব। গত ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডি.কে. পান্ডিয়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপাচার্য তাঁর সংক্ষিপ্ত ভাষণে কনিষ্ঠতম বিভাগ হিসেবে পারফরমিং আর্টস বিভাগের এই উদ্যেগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের তিনি উৎসাহিত করেন। বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জগন্নাথ বর্মণ বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সূচনা করেছিলেন। ভারতীয় সংষ্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কবিগুরুর দেখানো পথ অনুসরণ করতেই আমাদের এই প্রয়াস”।
আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের সবাইকে উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন জগন্নাথ বর্মণ, মুরালী বাসা, ড. সুজিত কুমার ঘোষ, সহকারী অধ্যাপক পারফরমিং আর্টস বিভাগ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীরা এতে অংশ নেন।