India & World UpdatesBreaking News
আসাম থেকে রাজ্যসভায় এনডিএ প্রার্থী রামবিলাস পাসোয়ান!
১৭ মে : আসামে রাজ্যসভার শূন্য দুটি আসনের মধ্যে একটিতে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ানকে প্রার্থী করার চিন্তাভাবনা করছে। একটি বিশেষ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, বর্তমান বিহারে থাকা পাসোয়ান আগামী ১৯ মে নতুন দিল্লিতে পৌঁছে ২০ মে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই বৈঠকেই পাসোয়ানের প্রার্থিত্ব চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে আগামী ১৪ জুন আসামে রাজ্যসভার দুটি আসন খালি হচ্ছে। সে অনুযায়ী নির্বাচন কমিশন আগামী ৭ জুন এই দুটি আসনে নির্বাচনের দিন ঘোষণা করেছে। বর্তমান রাজ্যসভার সাংসদ ড. মনমোহন সিং ও শান্তিয়াস কুজুরের কার্যকাল ১৪ জুন শেষ হচ্ছে। অন্যদিকে বিধানসভার প্রধান বিরোধী দল কংগ্রেসের মাত্র ২৫টি আসন রয়েছে। ফলে কংগ্রেসের পক্ষে নিজের একার সমর্থনে কোনও প্রার্থীকে জয়ী করে আনা সম্ভব নয়।
প্রসঙ্গত, বিহারে লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি হয়েছে বিজেপি ও লোক জনশক্তি পার্টির মধ্যে। রাজ্যের ৪০টি আসনের মধ্যে শুধুমাত্র ৬টিতেই প্রার্থী দিয়েছে এলজেপি। সে ক্ষেত্রে দলের শীর্ষ নেতাকে আসাম থেকে রাজ্যসভায় নির্বাচিত করে আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজনৈতিক মহল মনে করছে, বিহারে বিজেপি নিজের অবস্থান সুদৃঢ় করার জন্য আসাম থেকে পাসোয়ানকে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে।