Barak UpdatesBreaking News

আসাম চুক্তির ৬ নং ধারা: সিআরপিসিসির নাগরিক সভা রবিবার

১৩ ফেব্রুয়ারি: সিআরপিসিসি’র উদ্যোগে গঠিত যৌথ পরিচালন সমিতির আহ্বানে আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার সকাল এগারোটায় নর্মাল স্কুলের পাশে শিশু উদ্যানে আসাম চুক্তির ৬ নং ধারা নিয়ে জনগণের মতামত জানতে একটি নাগরিক সভার আয়োজন করা হয়েছে ।  আসামের অন্যান্য জেলার প্রতিনিধিরাও.তাতে উপস্থিত থাকবেন ।

Rananuj

উল্লেখ্য যে উগ্র-প্রাদেশিকতাবাদীদের চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে  প্রাক্তন বিচারপতি বিপ্লব শর্মার নেতৃত্বে একটি কমিটি কেন্দ্রীয় সরকার গঠন করে দিয়েছে । কমিটি ইতিমধ্যেই রাজ্যের অসমিয়াভাষী, আদিবাসিন্দা ও অন্যান্য আদি বাসিন্দাদের জন্য চাকরি, সম্পত্তি এবং পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা ও লোকসভার আসন সংরক্ষণ ইত্যাদি ব্যাপারে কয়েকটি সংগঠনের মতামত জানতে চেয়েছে । অথচ আসামে আদিবাসী বা ভূমিপুত্র কারা তা নির্ধারিত হয়নি ।

এই পরিস্হিতিতে এধরনের সিদ্ধান্ত রাজ্যের জনগণকে আরও বিভক্ত করে দেবে । বিশেষ করে রাজ্যের ভাষিক সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেবে । তাই এই অপচেষ্টার বিরুদ্ধে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার জনগণকে ঐক্যবদ্ধ করতে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে নাগরিক সভার আয়োজন করা হয়েছে।  সভায় উপস্থিত থাকতে সবাইকে সংগঠনের সভাপতি তপোধীর ভট্টাচার্য, কো- চেয়ারম্যান সাধন পুরকায়স্হ, পার্থ রঞ্জন চক্রবর্তী, সিহাব উদ্দিন আহমেদ, নির্মল কুমার দাস প্রমুখ আহ্বান জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker