NE UpdatesAnalyticsBreaking News
আসামে ৫ আসনে উপ নির্বাচন ৩০ অক্টোবর
২৮ সেপ্টেম্বর : অবশেষে আসাম বিধানসভার উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের ৫টি কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর এ সংক্রান্ত অধিসূচনা জারি করা হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল করার শেষ তারিখ ৮ অক্টোবর। রাজ্যের গোঁসাইগাও,, ভবানীপুর, তামুলপুর, মরিয়নি ও থাওরা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে মাজুলির উপ নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। ভোট গণনা অনুষ্ঠিত হবে ২’নভেম্বর।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আসামের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট প্রক্রিয়া শেষ করতে হবে ৫ নভেম্বরের মধ্যে। এতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে ১১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৩ অক্টোবর।