India & World UpdatesAnalyticsBreaking News
আসামে তিন পর্যায়ে ভোট, ১৯, ২৬ এপ্রিল, ৭ মে
নতুনদিল্লি, ১৬ মার্চ : আসামে তিন পর্যায়ে হবে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল ও ৭ মে আসামে হবে ভোটদান। দেশের নির্বাচন কমিশন শনিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে লোকসভা নির্বাচনের সময়সুচি ঘোষণা করেছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ঘোষণা অনুযায়ী দেশের মোট ৫৪৩ টি লোকসভা আসনের জন্য সাতটি পর্যায়ে ভোট গ্রহণ করা হবে। এই সুচি অনুযায়ী ভোট হবে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে ও ১ জুন। ভোট গণনা করা হবে ৪ জুন। দেশের তিনটি রাজ্যের সাতটি পর্যায়ে ভোট হবে। এই তিনটি রাজ্য হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ।
লোকসভা ভোটের পাশাপাশি দেশের চারটি রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। এই চারটি রাজ্য হচ্ছে সিকিম, ওডিশা, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ। সঙ্গে ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশের লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণার মধ্য দিয়ে সারা দেশে নির্বাচনী আচরণবিধি বলবৎ হলো।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এবার লোকসভা নির্বাচনে মোট ভোটার ৯৬ কোটি ৮৫ লক্ষ ১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে পুরুষ ৪৯ কোটি ৭০ লক্ষ ৭৮ হাজার ৭৯১ জন এবং মহিলা ভোটার ৪৭ কোটি ১৩ লক্ষ ৭৪ হাজার ৫১০ জন।