Barak UpdatesBreaking News
আলোচনা, সম্মাননায় ব্লাড ডোনার্সের ফোরামের রক্তদান দিবস শিলচরে
১৪ জুন : রক্তদান, আলোচনা, সম্মাননা পর্ব ইত্যাদির মধ্য দিয়ে শুক্রবার বিশ্ব রক্তদাতা দিবস পালিত হল শিলচরে। ব্যবস্থাপনায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। শহরের গোলদিঘি মলে বেলা ১১টা থেকে চলে টানা অনুষ্ঠান।
ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: কুমারকান্তি দাস প্রদীপ জ্বালিয়ে করেন উদ্বোধন। স্মরণিকার আবরণ উন্মোচন করেন ড. বিভাস দেব। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা: সুদীপ জ্যোতি দাস, মধুসূদন কর, শিখা পাল, ত্রিবেণীপ্রসাদ চক্রবর্তী, ডা: সুব্রত নন্দী, ডা: কৃষ্ণরঞ্জন পাল সহ অন্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সেবামূলক মনোভাব নিয়ে রক্তদান করার আহ্বান জানান তাঁরা। বলেন, ‘বিভিন্নভাবে সমাজসেবার ইচ্ছে প্রকাশ করি আমরা। মানুষের পাশে দাঁড়াতে চাই। আর রক্তদানের মাধ্যমে এধরনের সেবাধর্মী মানসিকতা উত্তম রূপ পেতে পারে। তাছাড়া, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে রক্তদান দেহের জন্যও ভাল।’
গোলদিঘি মলের সিকিউরিটি থেকে শুরু করে অনেকেই রক্তদান করেন। তবে উল্লেখযোগ্য ছিলেন লোকেশ কুমার। তাঁর বাড়ি হরিয়ানায়। বিশেষ কাজে শিলচর এসেছেন। সকালে শহরের রাস্তায় রক্তদাতা দিবসের শোভাযাত্রা দেখে যোগাযোগ করেন আয়োজকদের সঙ্গে। আর শেষপর্যন্ত গোলদিঘিতে মানব সেবায় রক্তদান করেন। এ নিয়ে ৫৬ বার রক্তদান করলেন হরিয়ানার লোকেশ। তাঁর সেবার তাগিদের কথা আলাদাভাবে বলতেই হয়।
এ দিকে, রক্তদান সচেতনতা প্রসঙ্গে উল্লেখযোগ্য অবদানের জন্য বরাকের বহু সংগঠনকে সম্মানিত করে ফোরাম। শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় আমন্ত্রিত অতিথিদের হাতেও। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব শিলচর গ্রেটারের সভাপতি ও স্মরণিকা সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। পুরো আয়োজনে সহযোগিতা করে এসএম দেব সিভিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, রূপম সংস্থা, আন্তর্জাতিক বাংলাভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখা।