Barak UpdatesAnalyticsBreaking News
আন্তর্জাতিক বিমানবন্দরের আদলে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হবে শিলচর : জিএম
ওয়ে টু বরাক, ২০ জানুয়ারি : দেশের বেশ কয়েকটি রেলস্টেশনকে আধুনিকীকরণ করার প্রচেষ্টা হাতে নিয়েছে ভারত সরকারের রেল মন্ত্রক। এর মধ্যে শিলচর রেলস্টেশনকে অত্যাধুনিক রূপে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে রেল বিভাগ। শুক্রবার উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তার নেতৃত্বে এক প্রতিনিধি দল শিলচর রেলস্টেশন পরিদর্শন করে সমস্ত বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তর-পূর্ব রেলের জিএম আনসুল গুপ্তা জানান ,শিলচর রেলস্টেশনকে অত্যাধুনিক সুবিধায় রূপান্তরিত করার পাশাপাশি স্টেশনকে সুসজ্জিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে সমীক্ষার কাজ শেষ হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের আদলে ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে স্টেশন গড়ে তোলা হবে শিলচরে। রেলওয়ে বোর্ডের অনুমোদন পাওয়া মাত্রই আগামী মার্চ মাসে কাজে হাত দেওয়া হবে বলে জানান তিনি।
শুধু তাই নয় চন্দ্রনাথপুর থেকে শিলচর বাইপাস পর্যন্ত আবার সমীক্ষা করা হবে। করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ভৈরবী সহ অন্যান্য এলাকায়ও রেলের উন্নত পরিকাঠামো গড়ে তোলা হবে। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা, ভৈরবী ও তামচং পর্যন্ত রেললাইনের বৈদ্যুতিকরণের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। যাত্রীদের সুবিধার্থে শিলচর থেকে দুরপাল্লার ট্রেনগুলিতে ১৪ থেকে ২১টি রেলওয়ে কোচ বসানো হবে বলে জানান।
এছাড়াও শিলচর রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। রেলওয়ে বিভাগের প্রধান মুখ্য যান্ত্রিক অভিযন্তা গোপাল কৃষ্ণ গুপ্তা, লামডিং শাখার মণ্ডল রেলওয়ে প্রবন্ধক জে.এস.লোকরা, ডিএমই লামডিং সুভাষ বিষ্ট সহ অন্যান্যরা উচ্চস্তরীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন।