Barak UpdatesSports
আন্তর্জাতিক দাবা দিবসে ৪ দাবাড়ুকে সম্মান পূবালীর
ওয়ে টু বরাক, ২১ জুলাই : আন্তর্জাতিক দাবা দিবসে চার দাবাড়ুকে সংবর্ধনা দিল শিলচরের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা পুবালী। প্রতি বছর ২০ জুলাই বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। আন্তর্জাতিক দাবা নিয়ামক সংস্থা ফিডের (FIDE) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিবস পালন করা হয়।
সদ্য সমাপ্ত ৪৬তম রাজ্য দাবায় শিলচরের সোরাম রাহুল সিংহ, রাজদীপ দাস, ইফতিকার আলম মজুমদার ও সুব্রত নন্দির প্রতিনিধিত্বে কাছাড় দাবা দল আসামের সেরা দাবা দল নির্বাচিত হয় এবং সোরাম রাহুল সিং তৃতীয়বারের মতো রাজ্য চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেন। এদিন E4 চেস অ্যাকাডেমি, চতুরঙ্গ চেস ফাউন্ডেশন ও পূবালীর সহযোগিতায় একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করে এতে মোট ৩৩ জন দাবাড়ু অংশগ্রহণ করে।
এই বিশেষ দিনে রাজ্য সেরা কাছাড় দাবা দলের একটি পোস্টকার্ডও উন্মোচন করে চতুরঙ্গ চেস ফাউন্ডেশন ও চতুরঙ্গ ফাইলটেলিক ও নুমিস্মেটিক সোসাইটি। এই পোস্টকার্ডটি উন্মোচন করেন বর্ষীয়ান দাবাড়ু সুদীপ চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম রাজ্য দাবা সংস্থার সহ-সভাপতি ড. চার্বাক, কাছাড় জেলা দাবা সংস্থা ও চতুরঙ্গ চেস ফাউন্ডেশনের সভাপতি বীবেন্দু দাস এবং পূবালীর সম্পাদক ও সদ্য নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার সাংস্কৃতিক সচিব প্রণব কল্যান দে।
এই অনুষ্ঠান সম্পর্কে প্রণব দে (কল্যাণ) জানিয়েছেন, এই নিয়ে পূবালী দ্বিতীয়বারের মতো একটি সফল আন্তর্জাতিক দাবা দিবস উদযাপন করল এবং আগামীদিনে পূবালী খেলাধুলার প্রসারের জন্য কাজ করে যাবে। পূবালীর তরফ থেকে উপস্থিত ছিলেন নিশীথ চক্রবর্তী, শান্তনু সেনগুপ্তা ও সোমা চক্রবর্তী বর্মন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইফতিকার আলম মজুমদার। প্রতিযোগিতায় অংশগ্রণকারীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন E4 চেস অ্যাকাডেমির সত্বাধিকারী রাজদীপ দাস, প্রণব দে (কল্যাণ ), ড.চার্বাক, শাশ্বতী ভট্টাচার্য প্রমুখ।