NE UpdatesAnalyticsBreaking News
আত্মসহায়ক গোষ্ঠীর প্রত্যেক মহিলাকে ১০০০ টাকা, ঘোষণা বাজেটে
গুয়াহাটি, ১৬ মার্চ : অর্থমন্ত্রী অজন্তা নেওগের ঘোষণা করা বাজেটের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, আসামের অর্থনৈতিক বিকাশ ও সামাজিক ন্যায় সহ প্রতিজন ব্যক্তির কথা চিন্তা করে এক মহান সংকল্পের কথা বাজেটে উল্লেখ করা হয়েছে। বাজেটের বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, মহিলাদের জন্য বাজেটে বহু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যাঙ্কে ঋণ ফেরত দেওয়া মহিলাদের এনওসি প্রদানের কথা বাজেটে উল্লেখ করা হয়েছে।
এ দিকে রাজ্যে ৩ লক্ষ ২৭ হাজার আত্মসহায়ক গোষ্ঠীর অধীনে ৩৯ লক্ষ সদস্য রয়েছে। প্রত্যেক মহিলাকে এই বছর ১ হাজার টাকা করে দেওয়া হবে। যাতে তারা ঘরে উদ্যোগ গড়ার চিন্তা করতে পারেন। সেই চিন্তাভাবনার প্রজেক্ট রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী প্রত্যেক মহিলাকে অতিরিক্ত ১০ হাজার টাকা প্রদান করবেন। এর জন্য বাজেটে ৩৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।