India & World UpdatesAnalyticsBreaking News
আজ শুরু বিজেপির কার্যনির্বাহক বৈঠক, রোড শোয়ে থাকবেন মোদিও
১৬ জানুয়ারি : বিজেপির জাতীয় কার্যনির্বাহক কমিটির দু’দিনের বৈঠক আজ থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে। দিল্লির পুর পরিষদ কনভেনশন সেন্টারে আয়োজিত এই বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কার্যকাল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিধানসভা ও লোকসভা নির্বাচনে দলের কৌশল নিয়েও বৈঠকে আলোচনা করা হবে।
দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নাড্ডার তিন বছরের কার্যকালের মেয়াদ এ মাসেই শেষ হবে। কার্যকাল বৃদ্ধি হলে তিনি ২০২৪ সালে লোকসভা নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে পারবেন। আজ জাতীয় কার্যনির্বাহক কমিটির বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য প্যাটেল চক থেকে এনডিএমসি কনভেনশন সেন্টার পর্যন্ত এক রোড শোয়ের আয়োজন করা হয়েছে।
এ দিকে বিকেল চারটায় শুরু হবে বিজেপির কার্যনির্বাহক কমিটির বৈঠক। উদ্বোধনী ভাষণ দেবেন কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমেই এই বৈঠক শেষ হবে। বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ টাউড জানান, প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় সভাপতি নাড্ডা ছাড়াও দেশের ১২টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, ৫ জন উপ মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত ১৭ জন সাংসদ ও ৩৫ জন কেন্দ্রীয় মন্ত্রী সহ দলের বিভিন্ন পদে থাকা প্রায় ৩৫০ জন এই কার্যনির্বাহক কমিটির বৈঠকে অংশ নেবেন।