NE UpdatesAnalyticsBreaking News

আজ বিশ্ব এইডস দিবস, অসমে আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে

গুয়াহাটি, ১ ডিসেম্বর : আজ বিশ্ব এইডস দিবস। প্রতি বছর ১ ডিসেম্বর দিনটি সারা পৃথিবীতে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়। ১৯৮৮ সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে। এ দিকে, অসমে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এইচআইভি পজিটিভ লোকের সংখ্যা।

Rananuj

রাজ্যে কামরূপ মহানগর, কাছাড়, ডিব্রুগড়, নগাওঁ, যোরহাট, করিমগঞ্জ ইত্যাদি জেলায় উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এইডস আক্রান্ত লোকের সংখ্যা। অসম সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্বেগজনকভাবে ২০২৩ সাল পর্যন্ত রাজ্যে শনাক্ত হওয়া এইডস রোগীর সংখ্যা ৩১ হাজার ৭২৯ জন।
সাম্প্রতিককালে রাজ্য বিধানসভায় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এইচআইভি পজিটিভ লোকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হচ্ছে সিরিজ ব্যবহার করে ড্রাগস নেওয়া। তথ্য অনুযায়ী, ২০০২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজ্যের ৮৯ লক্ষ ৮৪ হাজার ৫১৯ জন লোকের এইচআইভি পরীক্ষা করার পর ৩১ হাজার ৭২৯ জনকে পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, অসমে শুধুমাত্র ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৯ লক্ষ ৯০ হাজার ৩৭২ জনের এইচআইভি পরীক্ষা করার পর ৫৭৯১ জনের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় এইডস আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

রাজ্যে শনাক্ত হওয়া মোট ৩১ হাজার ৭২৯ জন এইচআইভি পজিটিভ লোকের মধ্যে কামরূপ মেট্রো জেলায় ৮৯৬০ জন, কাছাড় জেলায় ৫৮২৩ জন, নগাও জেলায় ৩ হাজার ৪৯ জন এইচআইভি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর পাশাপাশি ডিব্রুগড় জেলায় ১৭৩৬ জন, যোরহাটে ১১০৮ জন এবং করিমগঞ্জ জেলায় ১০৬৩ জনের দেহে এইচআইভি সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

এইডস আক্রান্ত লোকের সংখ্যা এভাবে অস্বাভাবিক বৃদ্ধি হওয়ার পেছনে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়ার বিষয়ই অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে। একটা সময় যৌন সম্পর্কের কারণে এভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস গ্রহণই সংক্রমণ হওয়ার মুখ্য কারণ হিসেবে জানা গেছে। ড্রাগস ব্যবহার করা প্রায় ৫০ শতাংশ লোকই এইচআইভি পজিটিভ বলে শনাক্ত হয়েছে। লক্ষ্যনীয় বিষয় হল, কোভিডের পর এইডস সম্পর্কিত সচেতনতা তথা প্রচার মারাত্মকভাবে কমে গিয়েছে।

অন্যদিকে ভয়ংকর ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে অসম। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিককালে রাজ্যে এইডস সংক্রমণের ভয়াবহ তথ্য সামনে এসেছে। মাত্র পাঁচ বছরের মধ্যেই রাজ্যে এই মারাত্মক রোগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। সংসদে চলতি অধিবেশনে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৯-২০ আর্থিক বর্ষে অসমে চিকিৎসারত এইডস রোগীর সংখ্যা ছিল ৭৮১৯ জন। কিন্তু ২০২৩-২৪ আর্থিক বর্ষে এই রোগে আক্রান্তের সংখ্যা ১৫,৩৬৮ জন দাঁড়িয়েছে। এতে স্পষ্ট হয়ে পড়েছে রাজ্যে কিভাবে এইডস আক্রান্ত রোগীর রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, ২০১৯-২০ আর্থিক বর্ষে ৭৮১৯ জন রোগীর মধ্যে ৪৫৭৪ জন পুরুষ এবং ৩২৩৪ জন মহিলা এবং ১১ জন তৃতীয় লিঙ্গের। অন্যদিকে ২০২০-২১ আর্থিক বর্ষে রাজ্যে চিকিৎসা গ্রহণ করা লোকের সংখ্যা ৭,৭৮০ জন, ২০২১-২২ অর্থবর্ষে ৯০৫৫ জন, ২০২২-২৩ অর্থ বছরে ১১,৯৭০ জন এবং ২০২৩-২৪ অর্থ বর্ষে এ পর্যন্ত এই সংখ্যা ১৫৩৬৭ জনে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অসমে চিকিৎসা গ্রহণ করা এইডস রোগীর সংখ্যা সর্বাধিক। তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে অরুণাচল প্রদেশে ১১৭১ জন, মনিপুরে ১৪,৩৩৫ জন, মেঘালয়ে ৫৯৬৩ জন, মিজোরামে ১৬,২১৭ জন, নাগাল্যান্ডে ১৩৭২২ জন এবং ত্রিপুরায় ৫৫৮৮ জন এইডস আক্রান্ত রোগী চিকিৎসা গ্রহণ করছেন। এইসব আক্রান্তের মধ্যে অধিকাংশই যুব প্রজন্মের। ফলে এ বিষয়টি খুব চিন্তনীয়।

এইডস নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অসমে মোট ১০৭টি স্ট্যান্ড এলোন আইসিটিসি অসম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির অধীনে কর্মরত। রাজ্য সরকারের অধীনে ব্যাপক এইচআইভি সচেতনতা সৃষ্টি করার জন্য জনগণ এইচআইভি প্রতিরোধের বিষয়ে অনেকটাই সচেতন হয়েছেন। আর এজন্য আক্রান্তদের মধ্যে অনেকেই এইচআইভি কেন্দ্রে এগিয়ে আসছেন এবং শনাক্তকরণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker