India & World UpdatesBreaking News

আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক ক্লাস নয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

২৬ জুন : আগামী বছর থেকে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর মাধ্যমিক ক্লাস থাকবে না। বুধবার আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের ৩৫তম প্রতিষ্ঠা দিবসে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য।

Rananuj

এ দিন ভাষণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চতর মাধ্যমিকের অধীনে থাকা একাদশ ও দ্বাদশ শ্রেণি কেন বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে? বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে পরীক্ষা দিতে হয় বা মার্কশিট দেওয়া হয়, এটা বৈষম্যমূলক। তাসত্ত্বেও কিছুদিন আগে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক আলোচনায় মিলিত হন শিক্ষামন্ত্রী।

এ কথা উল্লেখ করে মন্ত্রী ভট্টাচার্য বলেন, ‘ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আগামী বছর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে  উচ্চতর মাধ্যমিক ক্লাস থাকবে না। উপাচার্যদের সঙ্গে আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, এ বছরই শেষবারের মতো বিশ্ববিদ্যালয় ও এর অধীনে থাকা কলেজগুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker