India & World UpdatesAnalyticsBreaking News
আগামী বছরের শুরুতেই কোভিড ভ্যাকসিন, সংসদে হর্ষবর্ধন
১৭ সেপ্টেম্বর : ২০২১-এর শুরুতেই দেশে কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়া যাবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন এ কথা জানিয়েছেন। এ দিন রাজ্যসভায় হর্ষবর্ধন বলেন, অন্য দেশগুলোর মতো ভারতও কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে তিনটি কোভিড ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ দল এর দেখভালের দায়িত্বে রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা আশাবাদী আগামী বছরের শুরুতে কোভিড ভ্যাকসিন ভারতে পাওয়া যাবে। এখানে উল্লেখ করা যেতে পারে, জাইডাস ক্যাডিলা ও ভারত বায়োটেকের দুটি ভ্যাকসিন প্রথম পর্যায় সম্পূর্ণ করেছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার অনুমতি পাওয়ার পর সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া পুনরায় ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে।