NE UpdatesAnalyticsBreaking News
অসম বিধানসভার বাজেট অধিবেশন ১৭ ফেব্রুয়ারি থেকে, প্রথম দিন কোকরাঝাড়ে
গুয়াহাটি, ১১ জানুয়ারি : অসম বিধানসভার ২০২৫ সালের বাজেট অধিবেশন আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তবে এ বার প্রথম দিনের অধিবেশন হবে কোকরাঝাড়ে। সচিবালয়ের সচিব দুলাল পেগু এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন। জানা গেছে, কোকরাঝাড়ে বিটিসির লেজিসলেটিভ অ্যাসেম্বলি চেম্বারে প্রথম দিনের বাজেট অধিবেশন বসবে। প্রথা অনুযায়ী, রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য এখানেই বাজেট অধিবেশনের উদ্বোধন করবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ করা যায়, দিসপুরে রাজধানী স্থানান্তরিত হওয়ার পর এই প্রথম বাইরে কোথাও বাজেট অধিবেশন শুরু হবে। ১৯৩৭ সালের ৭ এপ্রিল শিলঙে অসম বিধানসভার প্রথম অধিবেশন বসেছিল। কিন্তু ১৯৭২ সালে মেঘালয় রাজ্য আত্মপ্রকাশের পর রাজধানী শিলং থেকে দিসপুরে স্থানান্তরিত হয়। ১৯৭৩ সালের ১৬ মার্চ প্রথম দিসপুরে অধিবেশন হয়।
এ দিকে, প্রথম দিন দিসপুরে বাজেট অধিবেশন শুরু হলেও বাকি দিনগুলোতে অধিবেশন বসবে দিসপুরের অসম বিধানসভায়। এই অধিবেশনে অর্থমন্ত্রী অজন্তা নেওগ ২০২৫-২৬ সালের বাজেট পেশ করবেন। নানা বিষয় নিয়ে এ বারের বাজেট উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।