Barak UpdatesAnalyticsBreaking News
অমিজো হয়রানি, ১ জুন মিজোরাম হাউসের সামনে ধর্না
ওয়ে টু বরাক, ২৮ মে ঃ মিজোরামে অমিজো ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে আগামী ১ জুন শিলচরে ২ ঘণ্টার ধর্না কার্যসূচি পালন করা হবে। এই ধর্না কর্মসূচি হবে শিলচর মিজোরাম হাউসের সামনে। চলবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর আয়োজক বরাক উপত্যকা সংগ্রামী ঐক্যমঞ্চ।
শনিবারই শিলচরের এক হোটেলে আয়োজিত সভায় বরাক উপত্যকা সংগ্রামী ঐক্যমঞ্চ গঠন করা হয়েছে। সভায় পৌরোহিত্য করেছেন বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালি চৌধুরী। ওই সভাতেই স্থির হয়, ধর্না শেষে মিজোরামের মুখ্যমন্ত্রীর ঊদ্দেশে একটি স্মারকপত্র পাঠানো হবে। এই স্মারকপত্রের মাধ্যমেই ব্যাপারে মিজোরামের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হবে।
এ দিনের সভায় অমিজো হেনস্থার প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার পক্ষে সহমত পোষণ করেন কিশোর ভট্টাচার্য, আইনজীবী আলি রাজা উসমানি, এনামুল কবির, জয়দীপ চক্রবর্তী, মিলন উদ্দিন লস্কর, মৃণ্ময় নাথ প্রমুখ।
নবগঠিত বরাক উপত্যকা সংগ্রামী ঐক্যমঞ্চের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূইয়া। তিন আহ্বায়ক হলেন সাধন পুরকায়স্থ, স্বর্ণালি চৌধুরী ও সঞ্জীব রায়।