India & World UpdatesBreaking News

অভিনেতা-নাট্যব্যক্তিত্ব গিরিশ কারনাড বেঙ্গালুরুতে প্রয়াত

১০ জুন : প্রয়াত হলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গিরিশ কারনাড। বয়স হয়েছিল ৮১ বছর। সোমবার সকালে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহুমুখী প্রতিভা ছিল গিরিশ কারনাডের। একাধারে নাটক লিখতেন তিনি। অভিনয় করেছেন বহু ছবিতেও। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এ দিন সকাল সাড়ে ৬টায় বেঙ্গালুরু হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

বিভিন্ন ইস্যুতে বারবার সাহসী প্রতিবাদ জানিয়েছেন তিনি। সমাজের অনেক সমস্যা তুলে ধরেছেন তাঁর লেখায়। তাঁর বহু নাটকেই বারবার বিতর্ক মাথাচাড়া দিয়েছে। তবু পিছু হটেননি তিনি। ১৯৭৪ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কার পান গিরিশ কারনাড, ১৯৯২ তে তাঁকে দেওয়া হয় ‘পদ্মভূষণ’। সাহিত্যে অনবদ্য অবদানের জন্য ১৯৯৮-তে তিনি পান জ্ঞানপীঠ পুরস্কার।

১৯৩৮-এর ১৯ মে মুম্বইতে জন্ম তাঁর। পড়াশোনা করেছেন আকসফোর্ড ইউনিভার্সিটিতে। সেখানে বসেই লেখেন প্রথম নাটক ‘ইয়াইয়াতি।’ পরবর্তীকালে তাঁর লেখা ‘তুঘলক’, ‘হায়াবদনা’র মত নাটকও প্রশংসা পেয়েছে। কন্নড় ছবি ‘সংস্কারা’তে তাঁর প্রথম অভিনয়। একে একে ‘নিশান্ত’ (১৯৭৫), ‘মন্থন’ (১৯৭৬), ‘স্বামী’ (১৯৭৭), ‘পুকার’ (২০০০)-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। ২০০৫-এ মুক্তিপ্রাপ্ত ‘ইকবাল’-এ তাঁর অভিনয় পছন্দ করেছিল দর্শকরা। সলমন খানের সঙ্গে ২০১২-তে ‘এক থা টাইগার’ এবং ২০১৭-এ ‘টাইগার জিন্দা হ্যায়’তেও গিরিশের অভিনয় দেখেছেন দর্শক। অন্যদিকে টেলিভিশনেও গিরিশ সমান স্বচ্ছন্দ ছিলেন। ১৯৮৬-’৮৭তে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘মালগুডি ডেজ’-এ অভিনয় করেছিলেন। তবে রবীন্দ্রনাথকে নিয়ে এক বিশেষ মন্তব্যে বিতর্কের মুখে পড়েছিলেন গিরিশ কারনাড।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিভিন্ন মহলে। ট্যুইট করে শোক প্রকাশ করেছেন অমিতাভ ঘোষ, শশী থারুরের মত ব্যক্তিত্বরা। শোক প্রকাশ করেছেন সুষমা স্বরাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker