India & World Updates
অভিনন্দন ফিরতেই জন্ম নিল আরেক অভিনন্দন
২ মার্চ : অভিনন্দন দেশের মাটিতে পা রাখতেই জন্ম নিল আরেক অভিনন্দন। দেশের এই বীর সাহসী সৈনিকের নামেই রাখা হল সদ্যজাতের নাম। পৃথিবীর এই নতুন সদস্য অভিনন্দন ভুটানি।
শুক্রবার অভিনন্দনের দেশের মাটিতে পা রাখামাত্রই হাঁফ ছেড়ে বাঁচে গোটা দেশ। সেসময় টিভির পর্দায় একটিবার বীর পাইলটকে দেখার জন্য চোখ রেখেছিলেন দেশবাসী। ঠিক সেই সময় রাজস্থানের আলওয়ার জেলার কৃষানগড়ের ভুটানি পরিবারও সুসংবাদের অপেক্ষা করছিল। শুক্রবার তাদের পরিবারে জন্মগ্রহণ করে পুত্র সন্তান। তার দাদু জনেশ ভুটানি সাংবাদিকদের বলেন, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে সম্মান জানিয়ে নাতির নাম রাখা হয়েছে অভিনন্দন। পরিবারের সদস্যদের ইচ্ছে, উইং কমান্ডার অভিনন্দনের মতোই তাদের পরিবারের নতুন সদস্য সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করুক।
তিনি বলেন, এ দিন পুত্রবধূ সহ তাঁর পরিবারের সব সদস্যও একইসঙ্গে অভিনন্দনের দেশে ফিরে আসার অপেক্ষায় ছিলেন। সবারই চোখ ছিল টিভির পর্দায়। পাক সীমান্ত থেকে হেঁটে আসা বীরের মুখ যখন ঝপসা থেকে পরিষ্কার হয়ে উঠল, ঠিক সেসময়ই পুত্রবধূকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন।
সদ্যোজাতর মা স্বপ্না দেবী বলেন, ‘আমি চাই আমার ছেলেও তাঁর মতো সাহসী হোক এবং যোদ্ধার মনোভাব অর্জন করুক। ভবিষ্যতে তাকে সৈনিক বানানোর ইচ্ছা রয়েছে।’ উল্লেখ্য, অভিনন্দন বর্তমানকে মুক্তির সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই শান্তি রক্ষার্থে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে শুক্রবার রাতে ওয়াঘা সীমান্ত দিয়ে ছাড়া হয়।