Barak UpdatesBreaking News
অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
শিলচর, ১৭ মে:অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তর ত্রিপুরার কদমতলা এলাকায়। মহিলার নাম সাদিকা সুরানি। বাবার বাড়ি কালাগাঙ্গেরপার।
ঘটনাটি ঘটে তাঁর শশুর বাড়িতে ১৬ মে, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে।আগুনে পুড়ে যান তিনি। পরে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর থাকায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে সাদিকাকে স্থানান্তর করেন চিকিৎসকরা। তবে শেষ রক্ষা হয়নি। শুক্রবার মারা যান তিনি।
এদিকে গৃহবধূর স্বামী জুবেল হোসেন সহ শশুড় বাড়ির লোকেরা এটিকে আত্মহত্যা বলছেন। তবে, সাদিকার বাবার পরিবার সহ আত্মীয় পরিজন এই যুক্তি মানতে নারাজ। পুলিশের কাছে তাঁদের অভিযোগ, গায়ে কেরোসিন ঢেলে হত্যা করা হয়েছে সাদিকাকে। ফলে মৃত্যুর এই ঘটনা আত্মহত্যা না পরিকল্পিত খুন ! তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনার সূত্রপাত হয়েছে বলেও স্থানীয় অনেকের ধারণা। পুরো ঘটনা প্রসঙ্গে ধর্মনগরের এসডিপিও রাজীব সূত্রধরের মন্তব্য, অভিযোগকে সামনে রেখেই তদন্ত হবে।