Barak UpdatesIndia & World UpdatesBreaking News
অক্সিজেনের মাত্রা কম, হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত বুদ্ধদেব
২৫ মে : হাসপাতালে ভর্তি করা হল করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। মঙ্গলবার সকালে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে হঠাৎ ৮৮ তে নেমে যায়। তারপরই ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। ঘূর্ণিঝড়ে কলকাতার পরিস্থিতি কেমন হবে, তাঁকে সেই পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন চিকিৎসকরা। পরে বুদ্ধবাবুকে রাজি করানো সম্ভব হয়।
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, বুদ্ধবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল। শরীরের বাকি যে মেডিক্যাল প্যারামিটার রয়েছে, তা ঠিকঠাক রয়েছে। তাঁদের বক্তব্য, বুদ্ধবাবু যেহেতু সিওপিডি-তে আক্রান্ত, তাতে অক্সিজেনের স্যাচুরেশনের মাপকাঠি সাধারণত ৮৮-৯০এর মধ্যেই থাকার কথা। বুদ্ধবাবুর শরীরে বর্তমানে এই পরিমাণ অক্সিজেন ওঠানামা করছে। মঙ্গলবার সকালে তা একবার ৮৮-র নীচে নেমে যায়। তাই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
এ দিকে, এ দিন সন্ধ্যায় বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যকেও ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। কিন্তু মঙ্গলবার সন্ধেয় ফের তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। জানা যাচ্ছে এ দিন সকালে বুদ্ধবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ফের বড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মীরাদেবীর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে।