India & World UpdatesBreaking News

বিশ্বের সবচেয়ে উঁচু রামের মূর্তি এ বার উত্তরপ্রদেশে!
Tallest statue of Lord Rama to be installed in Uttar Pradesh

২৩ জুলাই : এ বার অযোধ্যায় তৈরি হচ্ছে ২৫১ ফুট উঁচু রামের মূর্তি। এই মূর্তি তৈরি করতে গুজরাটের সাহায্য নেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ বিষয়ে গুজরাট সরকারের সঙ্গে উত্তরপ্রদেশ সরকার একটি চুক্তি করবে। এ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের সিনিয়র আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক ইতিমধ্যেই সেরে নিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

Rananuj

ওই বৈঠকের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, অযোধ্যার কাছে সরযূ নদীর ধারে ১০০ একর জায়গার উপরে মূর্তিটি তৈরি করা হবে। মূর্তি সংলগ্ন এলাকায় গড়ে তোলা হবে ভগবান রাম সংক্রান্ত ডিজিটাল মিউজিয়াম, পর্যটন কেন্দ্র, লাইব্রেরি, ফুড প্লাজা ও পার্কিংয়ের জায়গা। এই প্রকল্পের জন্য স্টেট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের অধীনে আলাদা একটি শাখাও তৈরি করা হবে।

উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রস্তাবিত এলাকায় সার্ভের জন্য কানপুর আইআইটি ও নাগপুরের পরিবেশ সংক্রান্ত গবেষণা সংস্থার (এনইইআরআই) সাহায্য নেওয়া হবে বলেও জানা গিয়েছে।তবে এখনও পর্যন্ত এই মূর্তি তৈরি করতে কত টাকা লাগবে তা জানা যায়নি।

প্রসঙ্গত, এটি তৈরি হলে তা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হিসেবে পরিগণিত হবে।আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি (৯৩ মিটার), মুম্বইয়ের বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তি (১৩৭.২ মিটার), গুজরাটের বল্লভভাই প্যাটেলের মূর্তির উপরেই স্থান হবে তার। তবে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর একাংশ এটিকে সহজভাবে নিচ্ছে না। তাদের কথায়, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তাহারে রামমন্দির তৈরি করার কথা বলা হয়েছিল। কিন্তু এখন তা করার আগে সবচেয়ে উঁচু রামের মূর্তি বানিয়ে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker